করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা লড়ে যাচ্ছেন তাদের অভিনব শ্রদ্ধার্ঘ্য গুগল ডুডলের !

করোনাভাইরাস এর জন্য যখন ছাড়া বিশ্ব বিধ্বস্ত । তখন করোনাভাইরাস বিধ্বস্ত মানুষের বুকে আশার আলো জাগাতে দারুন এক প্রচেষ্টা শুরু করতে চলেছে গুগল ডুডল । 

কীভাবে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে গুগল ডুডল ?

সম্প্রতি এ বিষয়টি শেয়ার করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই

তিনি একটি টুইট করে জানিয়েছেন যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে চলেছেন একদম সামনের সারিতে এসে, তাদের প্রতি, সমস্ত পাবলিক হেলথ ওয়ার্কার থেকে শুরু করে এবং সাইন্টিফিক কমিউনিটির জন্য ডেডিকেট করা ছিল আজকের ডুডল । 

এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন গুগলের তরফ থেকে তাদেরকে ।

আর আজ থেকে শুরু করে করে প্রতিদিন এমন শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে নতুন নতুন ডুডল আনা হবে।

আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি পরের গুলো কেমন হয় তা জানার জন্য । নিঃসন্দেহে এটি একটি দারুন পদক্ষেপ । অসংখ্য ধন্যবাদ গুগল ডুডল টিমকে ।