করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে ভারতে 21 দিন লকডাউন ঘোষণা করা হয়েছিল আগেই।
ফলে সবাই এখন গৃহবন্দী । আর তারই মধ্যে পর্নহাবের সদ্য সদ্য এক সমীক্ষায় উঠে এক চাঞ্চল্যকর তথ্য।
গত এপ্রিল মাসের দু তারিখে পর্নহাব তাদের ওয়েবসাইটে ট্রাফিক সম্পর্কিত তথ্য রিলিজ করেছে সেইটা দেখেই সবার চক্ষু চড়কগাছ !
মার্চের 24 তারিখে লকডাউন হওয়ার পর থেকেই ভারত থেকে পর্নহাবে যাওয়া ট্রাফিকের পরিমাণ বেড়ে গিয়েছিল 23% । মার্চে 27 তারিখের মধ্যে সেটা বেড়ে হয়ে যায় 95% !
পরবর্তীকালে সেটা কমে গেলেও এপ্রিলের 1 তারিখে সেটা থাকে 64%, যা থেকে এটা স্পষ্ট ভারতীয়রা ঘরে বসে ভালোই লকডাউন উপভোগ করছেন ।