প্লে ষ্টোরে সাংঘাতিক ভাবে কমে গেল টিকটকের রেটিং, চলছে লড়াই !

চাইনিজ অ্যাপ টিকটক ভারতে খুবই জনপ্রিয়। লকডাউনে সর্বাধিক ডাউনলোডেড অ্যাপের নজির রেখেছিল টিকটক।

সম্প্রতি বেশকিছু ঘটনা ঘটেছে, বহুবার বিতর্কের মুখে পড়তে হয়েছে এই অ্যাপকে। এমনকি ব্যানের দাবিও উঠেছে বহুবার।

কি আসলে সেই ঘটনাগুলি ?

বেশ কিছু দিন ধরেই টিকটকার ও ইউটিউবার দের মধ্যে চলছিল একে অপরকে ট্রল করা । তারপরে CarryMinati তাঁর Tiktok vs YouTube ভিডিও আপলোড করার পরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

যদিও পরে ইউটিউব এর “কমিউনিটি স্টান্ডার্স” মেন্টেন না করার অভিযোগে ইউটিউব ডিলিট করে দেয় ভিডিওটি।

ভিডিওটি এখনো অবধি মোস্ট লাইকড নন-মিউজিক্যাল ভিডিও। আরো কয়েকটি রেকর্ড ব্রেক করে এই ভিডিও।

ভিডিওটি ডিলিট করার সঙ্গেই সকল ইউটিউবার, অজয় এর ফ্যানস সকলে দাবি করতে থাকেন ‘জাস্টিস ফর CarryMinati’।

বিখ্যাত ইউটিউবার Ashish Chanchlani, ভুবন বাম সাপোর্ট করেন অজয়কে। আবার অনেক নেটিজেন দাবি করতে থাকেন যেন ব্যান করে দেওয়া হয় টিকটক ইন্ডিয়াতে।

বিতর্ক কোনমতেই পিছু ছাড়ছে না টিকটকের। এর আগে আমরা দেখেছিলাম টিকটক স্টার আমির সিদ্দিকীর বক্তব্য নিয়ে বিতরকের ঝড় উঠেছিল।

আবার অ্যাসিড অ্যাটাক প্রমোট করার মতো গুরুতর অভিযোগ উঠেছে টিকটক স্টার ফাইজাল এর বিরুদ্ধে।

তার নামে এফআইআর করা হল। তার একাউন্ট ব্যান করার দাবি উঠেছে।

বর্তমানে প্লেষ্টোরে কত রেটিং রয়েছে টিকটকের ?

এই সকল ঘটনার কারনে টিকটকের রেটিংস ক্রমশ কমে আসছে।

প্লে ষ্টোরে কাল টিকটকের রেটিংস ছিল 2 স্টারস, আজ এই আর্টিকেল টি লেখার সময় পর্যন্ত সেটি কমে দাঁড়িয়েছে 1.3 স্টারস।

আরও জানুন : সেলের প্রথম 128 সেকেন্ডের মধ্যেই 70,000 ইউনিটের বেশি বিক্রি হল রিয়েলমির এই স্মার্টফোন, হতবাক করা তথ্য !

এর আগেও আমরা দেখেছিলাম টিকটক নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছিল সকলকে । এবার এই যাবতীয় সমস্যা টিকটক কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই দেখার। নাকি এবার ব্যানই হতে হবে টিকটক কে ? সময়ই দেবে তার উত্তর !