মাত্র 12990 টাকায় 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়ে গেল Vivo Y21e স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল আরও একটি নতুন স্মার্টফোন। সদ্য লঞ্চ হওয়া Vivo Y21e স্মার্টফোনে রয়েছে চোখ ধাঁধানো ফিচার্স। ইতিমধ্যে কোম্পানির তরফ থেকে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট জানিয়ে দেওয়া হয়েছে। চলুন দেরী না করে সেদিকে নজর রাখা যাক।

Vivo Y21e স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকছে 720×1,600 Pixels রেজুলিউশন যুক্ত 6.51-Inch HD+ LCD Halo Full View Display। এছাড়াও পাওয়া যাবে Qualcomm Snapdragon 680 SoC। একই সাথে ডিসপ্লের উৎপন্ন ক্ষতিকারক নীল আলো থেকে চোখ রক্ষার সুবিধার্থে রয়েছে Eye প্রোটেকশন মোড। যা নিঃসন্দেহে একটি ভালো ফিচার্স।

এখানেই শেষ নয় থাকছে Multi Turbo 5.0 মতো অত্যাধুনিক সুবিধাও। যা System Processor Speed, Data Connection এবং Power-Saving Performance সুন্দর ভাবে বাড়িয়ে তোলে। একই সঙ্গে রয়েছে Ultra Game Mode। যা আপনাকে উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। এবার ক্যামেরা সিস্টেম সম্বন্ধে জেনে নেবো।

জেনেনিন : মাত্র 4,999 টাকায় লঞ্চ হয়ে গেল OnePlus Buds Z2, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট বিস্তারিত ভাবে

ডিভাইসটির মধ্যে পাওয়া যাবে ডুয়াল ক্যামেরা। যার মধ্যে রয়েছে 13MP Sensor এবং 2MP Macro Camera। তারই সাথে পাবেন 8MP সেলফি তোলার সুযোগ। এছাড়াও রয়েছে Super HDR, Portrait Mode এবং Face Beauty Mode। আরও থাকছে 18W ফাস্ট চার্জার বিশিষ্ট 5,000mAh ব্যাটারি।

এখানেই শেষ নয় রয়েছে Dual-Band Wi-Fi, 4G LTE, USB Type-C Port, GPS, Bluetooth v5, Accelerometer, Gyroscope, Proximity Sensor, Beidou, GLONASS, Ambient Light Sensor, Galileo, E-Compass, QZSS, Face Unlock এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনের পরিমাপ 164.26×76.08×8.00mm এবং ওজন 182 গ্রাম।

Vivo Y21e দাম কত?

ইন্ডিয়ান মার্কেটে Vivo Y21e স্মার্টফোনের 3GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 12,990 টাকা। এছাড়াও থাকছে 0.5GB অতিরিক্ত RAM ব্যবহারের সুবিধা। তারই সাথে MicroSD Card ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

স্মার্টফোনটি 2 টি কালার অপশনে পাওয়া যাবে বলে জানতে পেরেছি আমরা। যেখানে থাকছে Midnight Blue এবং Diamond Glow কালার ভেরিয়েন্ট।

কিভাবে কিনবেন এই স্মার্টফোন?

ইতিমধ্যে স্মার্টফোনটি সেল শুরু হয়ে গেছে। এটি Vivo Online Store এবং বিভিন্ন অফলাইন রিটেলার থেকে কিনতে পারা যাবে। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!