Instagram ব্যবহার করতে চাইলে এবার এই কাজটি করুন, নতুন নিয়ম নিয়ে আসা হল

Instagram ShresthoTech

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন ধরনের সিকিউরিটি ফিচারস নিয়ে আসা হয়। আর এবার ইন্সট্রাগ্রাম (Instagram) এমনই কিছু সিকিউরিটি এবং সেফটি মেজার্স নিয়ে এসেছে তাদের প্লাটফর্মে। আর তার জন্যই এবার থেকে আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহার চালিয়ে যেতে চান, তাহলে তার মধ্যে আপনাকে আপনার জন্ম তারিখ (Date of Birth) যোগ করতেই হবে।

Instagram ব্যবহার করতে চাইলে এই কাজটি করুন

আপনি যদি আগে থেকেই ইনস্টাগ্রাম (Instagram) একাউন্ট এর সাথে ডেট অব বার্থ এড করে না রাখেন, তাহলে বারবার আপনাকে পপ-আপ মেসেজ দেওয়া হবে। সেখানে অনুরোধ করা হবে আপনার ডেট অব বার্থ আপডেট করে নিতে। আপনি ডেট অব বার্থ আপডেট করে নিলেই আর কোনরকম সমস্যা থাকবে না আপনার। তবে যদি আপনি আপনার ডেট অব বার্থ বারংবার এড না করেন তাহলে কিছু সময় পর আপনার একাউন্টে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস দিয়ে দেওয়া হবে। 

জেনেনিন : Redmi Note 10 Pro ও Redmi Note 10 Pro Max এর নতুন Dark Purple কালার ভেরিয়েন্ট লঞ্চ করে দিল Redmi, খুবই ভালো লাগবে এই কালার

ফলে 18 বছরের নিচে যাদের বয়স তাদের অনেকটা সিকিওর এবং সেফ ইনস্টাগ্রাম ব্রাউজিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্যই এই সুবিধা নিয়ে আসা হচ্ছে। এমনকি যাদের বয়স 18 বছরের কম তাদের অনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট বা অপ্রয়োজনীয় অ্যাডভার্টাইজমেন্ট দেখানো থেকে রক্ষাও করবে ইনস্টাগ্রাম।

এর আগে ইনস্টাগ্রাম ঘোষণা করেছিল যাদের বয়স 18 বছরের নিচে তাদের অ্যাকাউন্ট বাই ডিফল্ট প্রাইভেট (Private) হয়েই থাকবে। সেই সেটিংস এর সুবিধাও আপনি ব্যবহার করতে পারবেন এই ডেট অব বার্থ আপডেট করে। তার সাথে রিলিভ্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট এর ব্যবস্থা তো থাকছেই।

জানা যাচ্ছে ইনস্টাগ্রাম তাদের ইউজার এক্সপেরিয়েন্স কে আরও ভালো এবং পার্সোনালাইজড করে তুলতে এই সুবিধা নিয়ে আসছে তাদের প্লাটফর্মে। পরবর্তীকালে বিভিন্ন মাধ্যম নিয়ে আসা হবে ইউজারের বয়স ভেরিফাই করতে। আপনিও কি ইনস্টাগ্রাম ব্যবহার করেন? তাহলে এই পপ আপ মেসেজ পেয়ে আপনার ডেট অব বার্থ আপডেট করতে ভুলবেন না।