সম্প্রতি আমাদের দেশে লঞ্চ হয়ে গেল Sennheiser HD 25 Headphones। চলুন জেনে নেওয়া যাক দাম এবং স্পেসিফিকেশন।
স্পেসিফিকেশন কেমন রয়েছে?
এটি একটি Wired Professional Headphones। এটির মধ্যে High Maximum Sound Pressure Support সিস্টেম ইনক্লুড রয়েছে। একই সাথে আপনি এটির মাধ্যমে Broadcasting, Video Production এবং Turntables উপভোগ করতে পারবেন।
এটিতে 16 Hz থেকে 22 kHz পর্যন্ত Frequency Output পেয়ে যাবেন যা তুলনামূলক ভাবে Sonic Frequency থেকে বেশ ভালো। এই Headphones টিতে ব্যাবহৃত Drivers 70 ohm ইমপিডেন্স সার্কিটের সাথে যুক্ত রয়েছে যার ফলস্বরূপ High Power Audio Output Channels এটিতে নিমেষেই Support করবে।
এরই সাথে এটিতে 3.5mm থেকে 6.3mm Adapter ব্যবহার করা হয়েছে যেটি Sound সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। এই HD 25 Headphones টিতে সর্বনিম্ন 0.3 Percent Harmonic Distortion এবং সর্বোচ্চ 120dB Sound Pressure level পেয়ে যাবেন। অর্থাৎ এটিতে রয়েছে বেশ উচ্চশক্তি সম্পন্ন Sound Pressure levels।
দাম কত রাখা হয়েছে?
এই HD 25 Headphones টি Blue Special Edition Colour Variant এ পেয়ে যাবেন। ভারতীয় মুদ্রায় এটির দাম রাখা হয়েছে 8,499 টাকা। গ্রাহকরা এটি Amazon India মাধ্যমে কিনতে পারবেন। Headphone টির ফিচার্স বেশ উন্নত সম্পন্ন। এক কথায় গ্রাহকদের মনে জায়গা করে নেবে এই প্রোডাক্টটি এমনি মনে করা হচ্ছে বিশিষ্ট মহল থেকে।