এবার Motorola Edge লাইন আপে তিনটি অসাধারণ স্মার্টফোন মুক্তি পেল। যার প্রথমটি Motorola Edge 20, দ্বিতীয়টি Edge 20 Pro এবং তৃতীয়টি Edge 20 Lite স্মার্টফোন। ফোনগুলি ইউরোপ, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্যে এবং এশিয়া জুড়ে নির্বাচিত বাজারে আগস্ট মাস থেকে চালু হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই স্পেসিফিকেশন এবং দাম আমরা জানতে পেরেছি।
Motorola Edge 20, Edge 20 Pro, and Edge 20 Lite দাম কত রাখা হয়েছে?
Motorola Edge 20 দাম EUR 499.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 44,200 টাকা। স্মার্টফোনটি Frosted Gray এবং Frosted White এই দুটি কালার ভেরিয়েন্ট মুক্তি পেয়েছে। এই স্মার্টফোনটি Europe, Latin America এবং Asia মহাদেশ আগামী আগস্ট মাস থেকে চালু হবে বলে জানা গেছে।
Motorola Edge 20 Pro সম্ভাব্য দাম EUR 699.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 61,800 টাকা। এটি আপনি Midnight Blue, Blue Vegan Leather এবং Iridescent White এই কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। আগস্ট মাস থেকেই Europe, Latin America, Middle East এবং Asia এটি উপলব্ধ হবে।
জানা গেছে Motorola Edge 20 Lite দাম EUR 349.99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার জন্য আপনাকে খরচ করতে হবে 30,900 টাকা। এটি আপনি Electric Graphite এবং Lagoon Green কালার ভেরিয়েন্ট মুক্তি পেয়েছে। এছাড়াও এটি Europe, Latin America, Middle East এবং Asia আগামী আগস্ট মাস থেকেই পেতে চলেছেন।
Motorola Edge 20 স্পেসিফিকেশন কেমন রয়েছে?
এই স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 6.67-inch FHD+ OLED Display। একই সাথে পাবেন Punch-Hole Camera এবং 144Hz Refresh Rate। এছাড়াও রয়েছে Qualcomm Snapdragon 778 SoC। স্টোরেজ হিসাবে স্মার্টফোনের মধ্যে রয়েছে 8GB RAM এবং 128GB Internal Storage। স্মার্টফোনটি Android 11 OS দ্বারা পরিচালিত। সাথে এটির মধ্যে রয়েছে 4,000mAh Battery এবং 33W Fast-Charging এর সুবিধা।
স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা রয়েছে যার 108MP প্রাইমারি সেন্সর, 16MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স, 8MP টেলিফোটো লেন্স রয়েছে। আরও রয়েছে 3x অপটিক্যাল জুম এবং 30X ডিজিটাল জুম।
সেলফি জন্য রয়েছে 32MP ক্যামেরা। এখানেই শেষ নয় আরও পাবেন সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, MIMO, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট। ফোনটির পরিমাপ 163.5 × 76.2 × 7.1 mm এবং ওজন 165 গ্রাম।
Motorola Edge 20 Pro স্পেসিফিকেশন কেমন রয়েছে?
এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.67-inch FHD+ OLED Display। একই সাথে পাবেন 144Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপলব্ধ রয়েছে Qualcomm Snapdragon 870 SoC এবং Adreno 650 GPU।
এরই সাথে পাবেন 12GB RAM এবং 256GB Internal Storage। স্মার্টফোনের মধ্যে 4,500mAh ব্যাটারিসহ 30W ফাস্ট চার্জিং ইনক্লুড রয়েছে। Android 11 OS ওপর ভিত্তি করে স্মার্টফোনটি নির্মিত হয়েছে।
ক্যামেরা হিসেবে স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে 108MP Primary Sensor, 16MP Ultra-Wide-Angle lens, 8MP Periscope Telephoto Camera যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ।
এছাড়াও পাবেন 32MP সেলফি ক্যামেরা। যেটি গ্লোবালি দেখা মিলেছে। এরই পাশাপাশি রয়েছে Display Fingerprint Sensor, 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, MIMO, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট।
Motorola Edge 20 Lite স্পেসিফিকেশন কেমন রয়েছে?
এটিতে আপনি পেয়ে যাবেন 6.67-inch FHD+ OLED Display। একই সাথে পাবেন 90Hz Refresh Rate। স্মার্টফোনটি নির্মিত হয়েছে MediaTek Dimensity 720 SoC দ্বারা।
একই সাথে পাবেন 8GB RAM এবং 128GB Internal Storage। এই স্মার্টফোনটি Android 11 OS দ্বারা পরিচালিত হতে চলেছে। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে রয়েছে 5000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং সুবিধা।
স্মার্টফোনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যেখানে আপনি পাবেন 108MP Primary Sensor, 8MP Ultra-Wide-Angle lens এবং 2MP Depth lens। একই সাথে পাবেন 32MP ক্যামেরাতে সেলফি তোলার সুযোগ। এখানেই শেষ নয়। এছাড়াও পাবেন Side-Mounted Fingerprint Sensor, Connectivity 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্ট সুবিধা।