ভারতে লঞ্চ হতে চলেছে Moto G51 স্মার্টফোন, এক নজরে জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Moto কোম্পানি একের পর এক চমক আমাদের দিয়েই চলেছে। আমরা ইতিমধ্যে জেনেছি Motorola সংস্থা তাদের G- সিরিজের বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে Moto G71, Moto G51, Moto G41 এবং Moto G31 মডেল। সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Moto G51 স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Moto G51 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.8-Inch Full HD+ LCD Screen। একই সঙ্গে থাকছে 120Hz Refresh Rate। জানা গেছে স্মার্টফোনটি 8nm Fabrication Process বিশিষ্ট Snapdragon 480+ SoC উপর ভিত্তি করে পরিচালিত হবে। এছাড়াও স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটির বাকি সমস্ত স্পেসিফিকেশন্স এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।  

জেনেনিন : আজই রিলিজ হচ্ছে Money Heist Season 5 Volume 2, দেখেনিন রিলিজ টাইম, চমকের শেষ নেই

দাম কত রাখা হয়েছে?

যেহুতু গ্লোবাল মার্কেটে Moto G51 স্মার্টফোনের দাম ছিলো EUR 229.99 অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 19,300 টাকা মতো। তাই আমরা আশা রাখতে পারি স্মার্টফোনের দাম 20,000 টাকার মধ্যেই হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক স্মার্টফোনেটি কবে লঞ্চ হবে।

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

Tipster Mukul Sharma স্মার্টফোনের লঞ্চ ডেট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ভারতের বাজারে স্মার্টফোনটি লঞ্চ হবে আগামী 10 ই ডিসেম্বর। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।