120W ফাস্ট চার্জিং সুবিধা সহ ভারতে লঞ্চ হতে পারে iQOO 9 স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত

সম্প্রতি iQOO সংস্থা iQOO 9 সিরিজ ভারতের বাজারে লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে। এমনটাই জানা গেছে 91মোবাইলসের তরফ থেকে। এই সিরিজে iQOO 9 স্মার্টফোনের পাশাপাশি থাকতে পারে iQOO 9 Pro/Legend মডেল। ইতিমধ্যেই স্মার্টফোনের সামান্য কিছু ফিচারস সকলের সামনে প্রকাশিত হয়েছে। এক নজরে জেনেনিন লঞ্চ ডেট এবং সম্ভাব্য স্পেসিফিকেশন্স।

কবে লঞ্চ হবে iQOO 9 সিরিজ?

সূত্র মারফত জানা গেছে iQOO 9 সিরিজের স্মার্টফোনগুলো 2022 সালের জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথমেই ভারতের বাজারে লঞ্চ হতে পারে। যদিও সংস্থার তরফ থেকে অফিশিয়াল লঞ্চ ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি।

iQOO 9 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে পারে?

ইতিমধ্যে IMEI Database-এ স্মার্টফোনের মডেল নাম্বার V2171A দেখা মিলছে। এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে AMOLED Display। একই সাথে আমরা দেখতে পাবো 120Hz Refresh Rate। স্মার্টফোনটি Snapdragon 8 Gen 1 Chipset দ্বারা পরিচালিত হবে। ডিভাইসটি Android 12 উপর নির্ভর করে তৈরি হতে চলেছে।

জেনেনিন : Smart TV কিনতে চান? Flipkart-এ শুরু হয়ে গেল TV Days Sale, দেখেনিন কোন কোন টিভিতে পাবেন দারুন ডিলস, মিস করবেন না মোটেই

বর্তমানে ক্যামেরা সিস্টেম কেমন হবে তা জানা না গেলেও সম্ভাব্য iQOO 8 সিরিজের আপগ্রেড ক্যামেরা ফিচার্স ইনক্লুড থাকতে পারে এই সিরিজের স্মার্টফোনে। আরও থাকছে 4,500mAh ব্যাটারি। একই সঙ্গে স্মার্টফোনে ইনক্লুড রয়েছে 120W ফাস্ট চার্জিং সুবিধা। বাকি সমস্ত ফিচারস এখনো অবধি অজানা রয়েছে।

দাম কেমন হতে পারে?

স্মার্টফোনের দাম কত হতে পারে সেই প্রশ্নের উত্তরও এখনও পর্যন্ত অন্ধকারে আচ্ছন্ন। তবে স্মার্টফোনটির পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সমন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।