এবার স্বল্পদামে মাস্ক তৈরি করে নতুন দিশা দেখালো আইআইটির পড়ুয়ারা।

করোনার সংক্রমণ পরীক্ষার জন্য স্বল্পমূল্যের টেস্ট কিট আগেই বানিয়েছিল। এবার এন ৯৫ ফেস মাস্ক মাত্র ৪৫ টাকায় তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিলেন দিল্লি আইআইটির পড়ুয়ারা।

দিল্লি IIT এর টেক্সটাইল ও ফাইবার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক বিপিন কুমার বলেন, ‘এই মাস্কে করোনার ড্রপলেট লেগে থাকলেও তা অতি ক্ষুদ্র ভাইরাসকে আটকে দিতে পারে। মধ্যবিত্তের হাতে পৌঁছে দেওয়ার জন্য কম টাকার মধ্যে উপযোগী মাস্ক বানানোর চেষ্টা করা হচ্ছিল। তাতে সাফল্য এসেছে। প্রাথমিকভাবে ৪৫ টাকা দাম ধার্য করা হলেও উৎপাদন বাড়লে তা আরও কমবে।’

এই মাস্ক তৈরি করে সত্যিই এক নতুন পথের হদিস দিলেন পড়ুয়ারা। এই লকডাউনে প্রতিটা মানুষের কাছে কমদামে ভালো গুণগত মানযুক্ত মাস্ক পৌঁছে দেওয়া বড্ড চ্যালেনজিং। দরিদ্র মানুষ যারা রোজ উপায় করে সংসার চালান তাদের ভাত জোটানোই দুঃসাধ্য সেখানে তাদের পক্ষে মাস্ক,সানিটাইজার কেনা তো খুবই মুশকিল।

সকল ভারতবাসীর মুখে এখন এই আবিস্কারের প্রসংসা চলছে। ‘কবচ’ নামে এই মাস্কে ৯৮ শতাংশ সুরক্ষা দিতে পারে এমন ফিলট্রেশন লেয়ার রয়েছে। এটি নাক ও মুখকে এমনভাবে ডেকে রাখে যা সাধারণ মাস্কে সম্ভব নয়।

এই মাস্কটি পড়লে করোনার জীবাণু কোনওভাবে শরীরে প্রবেশ করতে পারে না। আর ব্যবহারের পর ভাল করে ধুয়ে নিয়ে অনেকদিন ব্যবহার করা যাবে এই মাস্কটি।

সারা বিশ্ব এখন এই মারণ ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টায় আছে এবং কিভাবে এর থেকে রেহাই পাওয়া যায় তাই চিন্তা করছেন বিজ্ঞানীরা। এই সময় এই ধরণের আবিষ্কার সত্যিই অনবদ্য।

শ্রেষ্ঠটেক IIT পড়ুয়াদের এই সাফল্যকে কুর্নিশ জানায়।