কেমন হবে শাওমির 2021 সালের ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম, জেনে নিন বিস্তারিত

2020 সালের Qualcomm Spandragon 865 প্রসেসর থাকা ফোনগুলির দাম যথেষ্ট বেশি। এর অন্যতম কারণ হলো কোয়ালকম কর্তৃক এই চিপসেটের দাম বেশি ধার্য করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, পরের বছর ফোন ক্রয়ের জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে।

কত দাম হবে Snapdragon 875 প্রসেসরের ?

একটি কোরিয়ান প্রকাশনা আইটি হোম অনুসারে জানা গেছে যে শাওমি স্বাক্ষরিত একটি অর্ডার নোটিসে প্রকাশিত হয়েছে যে স্ন্যাপড্রাগন 875 মোবাইল প্ল্যাটফর্মের দাম প্রায় 250 ডলার।

অ্যাপ্লিকেশন প্রসেসর এবং স্ন্যাপড্রাগন এক্স 60 5 জি মডেম উভয়ই ইনক্লুড আছে ওই দামের মধ্যেই।

ওই রিপোর্টতেই জানা গেছে Snapdragon 865 প্রসেসরের বর্তমান দাম 150 থেকে 160 ইউস ডলার। এর থেকেই স্পষ্ট snapdragon 875 এর দাম হবে 150 ইউস ডলারের বেশি।

তাহলে কি ক্রেতাদের সস্তার ফ্ল্যাগশিপ ফোন মিলবে না আর?

শাওমি বর্তমানে এর সাব ব্র্যান্ড রেডমি এর অধীনে সস্তার কিছু ফ্ল্যাগশিপ ফোন সরবরাহ করে। এটি এখনও এটি করার চেষ্টা করবে।

আরও জানুন : পাবজি মোবাইল নিয়ে এলো নতুন আপডেট, থাকছে নতুন ম্যাপ !

তবে, ক্রেতাদের এই বছরের তুলনায় পরের বছর কিছুটা বেশি অর্থ প্রদান করতে হবে।

কি স্পেশাল রয়েছে Snapdragon 875 প্রসেসরে?

Snapdragon 875 প্রসেসরে 5G মোবাইল নেটওয়ার্ক পাবেন। চিপসেটটিতে সম্ভবত একটি সুপার-কোর কর্টেক্স-এক্স 1 প্রসেসর রয়েছে যা কর্টেক্স-এ 77 এর তুলনায় 30% ভাল পারফরম্যান্স দেবে।

এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই জানাবেন !