আমরা প্রত্যেকেই প্রায় অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ব্যবহার করি।

সিকিউরিটির দিক থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অনেক সময়ই সমস্যা দেখতে পাই আমরা।

প্রথমত স্ক্রিন লক (Screen Lock) রয়েছে আমাদের স্মার্টফোনে। এটি একটা বেসিক সিকিউরিটি প্রোভাইড করে আমাদের স্মার্টফোন একসেস করার জন্য।

স্মার্টফোনে গুগল প্লে প্রটেক্ট (Google Play Protect) কে অন করে রাখুন।

কোন এপ্লিকেশন কি ধরনের পার্মিশন (App Permission) চাইছে সেটা অবশ্যই খেয়াল রাখুন।

তারই সাথে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করবেন না।