আজকে Zebronics লঞ্চ করেদিল তাদের নতুন একটি স্মার্ট ফিটনেস ওয়াচ। এর নাম Zebronics ZEB-FIT4220CH। এরমধ্যে SPO2 মনিটরিং থেকে শুরু করে হার্টবিট মনিটরিং (Heartbeat Monitoring), ব্লাড প্রেসার মনিটরিং (Blood Pressure Monitoring) এর মত ইন্টারেস্টিং ফিচারস গুলো রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Zebronics ZEB-FIT4220CH এর স্পেসিফিকেশন্স
Zebronics এর এই স্মার্টওয়াচটির মধ্যে রয়েছে 1.29 ইঞ্চির টাচ কালার TFT ডিসপ্লে। 7 টি স্পোর্টস মোডস (Sports Modes) রয়েছে। এই স্মার্টওয়াচের সাইক্লিং (Cycling), রানিং (Running), ওয়াকিং (Walking), ব্যাডমিন্টন (Badminton), ফুটবল (Football), বাস্কেটবল (Basketball) এর মত স্পোর্টস মোড রয়েছে। তারই সাথে হার্টবিট মনিটরিংয়ের সুবিধাও পেয়ে যাবেন। ব্লাড প্রেসার মনিটর করতে পারবেন। পাবেন SPO2 অক্সিজেন স্যাচুরেশন লেভেল চেক করার সুবিধাও।
জেনেনিন : স্মার্টফোনে অ্যাপ ইন্সটল করছেন? এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন, নাহলে বিপদ
স্লিপ ট্র্যাকিং এর সুবিধা তো থাকেই। তার সাথে পাবেন স্টেপ কাউন্টিং, ক্যালোরি মিটার এবং ডিস্টেন্স মনিটরিংয়ের সুবিধাও। এর ওজন মাত্র 60 গ্রাম।অ্যান্ড্রয়েড এবং আইএসএস দুটো প্ল্যাটফর্মের জন্যই এই জেব্রণিকস ওয়াচ খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। রয়েছে ব্লুটুথ 5.1 এর সাপোর্ট।
একশটি ওয়াচ ফেস পাওয়া যাবে এই স্মার্ট ওয়াচ কে কাস্টমাইজ করার জন্য। রয়েছে IP67 ওয়াটার রেসিস্টেন্ট এর সুবিধা। এর মধ্যে থেকেই আপনি কল ধরতে অথবা রিজেক্ট করতে পারবেন। খুবই সুবিধাজনক ব্যবহার হবে সেটাও। আর তাছাড়াও মিউজিক প্লে কন্ট্রোল করার সুবিধা তো থাকছেই।
এই স্মার্টওয়াচ এর দাম রাখা হয়েছে 3,199 টাকা। বিক্রি হবে আমাজন এর মাধ্যমে। এর সেল শুরু হয়ে গেছে আজ থেকেই! তিনটে কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোন এভেলেবেল রয়েছে। সেগুলি হল- ব্ল্যাক, সিলভার এবং গ্রে।