ইউটিউব তাদের ওয়েব(Web) ভার্সনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। এই পরিবর্তন আসতে চলেছে ওয়েবসাইটের ডেসক্রিপশনে। যেখানে ভিডিও থেকে শুরু করে ভিডিওর কমেন্ট, পাবলিশ ডেটেও পরিবর্তন আসবে। চলুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন আসতে চলেছে।
কেমন হতে চলেছে এই পরিবর্তন?
9to5google থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে ইউটিউব নতুন ডিজাইনের এক ওয়েব ভার্সন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে ঢেলে সাজানো হচ্ছে ওভার অল এপিয়ারেন্স কে। বিশেষত সাজানো হচ্ছে ইউটিউবে ডেসক্রিপশন সেকশন কে। নতুন ডিজাইনের যে ছবিটি তুলে ধরা হয়েছে সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে ভিডিও টাইটেল। আর সেটাকে আগের থেকে আরো অনেক বোল্ড(Bold) করে দেখানো হচ্ছে।
তার নিচে দেখানো হচ্ছে কত ভিউ রয়েছে সেই পার্টিকুলার ভিডিওতে। ভিউ এর পাশে দেখানো হয়েছে ভিডিও পাবলিশের ডেট। তারপর শুরু হচ্ছে ডেস্ক্রিপশন। ডেস্ক্রিপশন এর সাইজ অনুযায়ী Show More অপশনও দেখানো হচ্ছে। তার পাশে ডান দিকে লাইক আর আনলাইক, শেয়ার এবং সেভ অপশন দেখতে পাওয়া যাচ্ছে। তার নীচের অংশতে দেওয়া রয়েছে চ্যানেলের নাম। রয়েছে সাবস্ক্রাইব বেল আইকন। তারপাশে কমেন্টের নাম্বার দেওয়া রয়েছে এবং টপ কমেন্ট দেখানো রয়েছে।
আপনার উইন্ডোজ সাইজ অনুযায়ী এই ডিজাইনের বেশকিছু তারতম্য হতে পারে। এর পর চ্যানেল নেমের ঠিক আগের মতোই থাকছে কমেন্ট করার জায়গাও।
ইউটিউব অতি সম্প্রতি বেশকিছু পরিবর্তন নিয়ে আসছে তাদের প্লাটফর্মে। আমরা দেখেছিলাম Video Chapters শেয়ার করার অপশন নিয়ে এসেছিল তারা। তারপরই আবার নতুন ওয়েব ডিজাইন চলে আসছে। খুবই ভালো ব্যাপার এটা সকল ইউজারদের জন্যই।
নিঃসন্দেহে খুব সুন্দর ডিজাইন এটি। তবে এখনও এই ডিজাইন টেস্টিং পর্যায়েই রয়েছে। কবে রোল আউট করা হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আমাদের এই ডিজাইন খুব সুন্দর লেগেছে। কেমন লেগেছে আপনার এই ডিজাইন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।