সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও পেজ রোল আউট শুরু করলো ইউটিউব অ্যাপ্লিকেশন ! জেনে নিন কি কি বিশেষ ফিচার থাকছে !

ইউটিউব তাদের অ্যাপ্লিকেশন কে প্রতিনিয়ত আপডেট করে চলে। যাতে করে আমাদের মত ইউজাররা আরও সুবিধা পেতে পারেন ।

আর এবার সেই রকম ভাবেই ইউটিউব নতুন কিছু আপডেট নিয়ে এলো তাদের অ্যাপ্লিকেশন। চলুন দেখে নেওয়া যাক কি কি আপডেট থাকছে ।

কমেন্ট প্লেসমেন্টে পরিবর্তন !

এবার থেকে ইউটিউব ভিডিওর একদম নিচে গিয়ে কমেন্ট খোঁজার পরিবর্তে । চ্যানেল সাবস্ক্রাইব বা নোটিফিকেশন বার এর নিচে আপনি কমেন্ট সেকশন পেয়ে যাবেন।

সেইখানে প্রথমেই কতগুলো কমেন্ট হয়েছে তা দেখা যাবে । এবং তার সাথে টপ কমেন্ট যেটা রয়েছে সেটা দেখানো হবে । তার মধ্যে ক্লিক করে আপনি কমেন্ট সেকশনে এন্টার করতে পারবেন।

ইউটিউব এর মতে এই চেঞ্জ আনার ফলে আরও বেশি সংখ্যক মানুষজন ইউটিউবে কমেন্ট করছেন ! 

থাম্বনেল এর পরিবর্তন !

পরের আপডেটে পূন্যদৈঘ্য থাম্বনেল দেখানো হবে। তার নিচেই ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে বলা ।

আগে থাম্বনেল এর একপাশে ভিডিও টাইটেল থাকতো। কিন্তু এবার সেটা ভিডিওর নিচে থাকছে। এবং তার প্রথমেই থাকছে চ্যানেল লোগো বা অবতার।

ইউটিউবে এই নতুন ধরণের ভিডিও পেজ এর নতুন প্যাটার্ন অনেকদিন আগে থেকেই রোল আউট শুরু হয়ে দিয়েছিল । 

আস্তে আস্তে বাকি ফিচারগুলো কেও রোল আউট করা শুরু হয়ে গেছে।

ইতিমধ্যে আপনি এই ফিচার গুলোর মধ্যে কোন কোন ফিচার গুলি পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ।