ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর? আপনার জন্যই নতুন এক ইনকাম পদ্ধতি নিয়ে এল YouTube, নাম Super Thanks, জেনেনিন কেমন এই ফিচার

ইউটিউব এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। প্রতিনিয়ত আমরা ইউটিউব (YouTube) ব্যাবহার করি এবং ইউটিউব ক্রিয়েটর এর সংখ্যাও দিনের পর দিন বেড়েই চলেছে। আর তার সাথে পাল্লা দিয়েই ইউটিউব ইন্ট্রোডিউস করে চলেছে একের পর এক আর্নিং মেথড (Earning Method) তাদের প্লাটফর্মে। আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আপনার জন্য খুশির খবর। কারণ অতিসম্প্রতি ইউটিউব নিয়ে এল আরও এক নতুন আর্নিং মেথড। যাকে বলা হচ্ছে সুপার থ্যাংকস (Super Thanks)। 

এখনও পর্যন্ত আমরা দেখেছি Super Followers, Super Chat, Channel Membership বা Suepr Stickers-এর মত অপশন গুলো কে। যার সাহায্যে ইউটিউব ক্রিয়েটররা আর্ন করতে পারতেন। আর এবার এই নতুন আর্নিং মেথডের সাহায্যে আরও বেশি আর্ন করতে সুবিধা হবে ইউটিউব ক্রিয়েটরদের। 

কি এই Super Thanks?

সুপার থ্যাংকস নামে নতুন ফিচারটি সাহায্যে কোন এক নির্দিষ্ট ইউটিউবারের Subscribers-রা তাকে সাপোর্ট করতে পারবেন। এখনো পর্যন্ত চারটে দামের সুপার থ্যাংকস এভেলেবেল রয়েছে। এর একটা দাম 2 ডলার। যেটা ভারতীয় মুদ্রায় 149 টাকা মত হয়। তার সাথে রয়েছে 50 ডলার যেটা 3,725 টাকা মত হয় ভারতীয় মুদ্রায়। 

আপনার ফলোয়াররা যখন সুপার থ্যাংকস পারচেস করবেন তখন তারা একটি অ্যানিমেটেড GIF দেখতে পারবেন। তারপর তারা আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবেন সেই GIF টিকে। এমনকি রঙিন এবং ইউনিক ধরণের কমেন্টও করতে পারবেন তারা। নিঃসন্দেহে এই কমেন্ট নজর কাড়বে সকলের।

ইউটিউব ক্রিয়েটররাও খুব সহজেই সেই কমেন্টের উত্তর দিতে পারবেন। এর ফলে লাভ সকলেরই। ইউটিউব ক্রিয়েটর খুব সহজে তাদের ফলোয়ারদের সাথে ইন্টারেকশন বাড়িয়ে তুলতে পারবেন। এছাড়াও ফলোয়ার্সরাও তাদের প্রিয় ক্রিয়েটরদের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন এই নতুন সুবিধার সাহায্যে। নিঃসন্দেহে এই নতুন সুবিধার ফলে ইউটিউবারদের আর্নিংও বেশ কিছুটা বাড়বে। 

জেনেনিন : YouTube-এ একই ভিডিও বার বার দেখতে চান? এই ফিচারটি দারুন কাজে দেবে, এখুনি জেনেনিন

তবে বর্তমানে ইউটিউব এর এই সুপার থ্যাংকস ফিচারটি ইউটিউব ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ্লিকেশনের বিটা টেস্টারদের মধ্যে এভেলেবেল করে দেওয়া হয়েছে। 68 দেশে এই ফিচার এভেলেবেল হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে ভারত রয়েছে। তবে বাংলাদেশে অফিসিয়ালি এখনো এই ফিচার রোল আউট করা হয়নি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই ফিচার সমস্ত জায়গাতেও রোল আউট করে দেওয়া হবে।  

আপনি যদি একজন ইউটিউব কন্টেন ক্রিয়েটর হন তাহলে কিভাবে চেক করবেন আপনি সুপার থ্যাংকস ফিচার পেয়েছেন কিনা? তা একবার অবশ্যই জেনে নিন।

কিভাবে চেক করবেন আপনি Super Thanks ফিচার পেয়েছেন কিনা?

প্রথমে আপনার ইউটিউব ক্রিয়েটর স্টুডিও (YouTube Creator Studio)-তে সাইন ইন (Sign In) করে নিন। তারপর বাঁ দিকের মেনুর মধ্যে গিয়ে দেখুন মনিটাইজেশন (Monetization) অপশন রয়েছে। তারমধ্যে সুপার (Super) ট্যাবের মধ্যে ঢুকে যান। 

জেনেনিন : স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিভাবে বাড়াবেন? জেনেনিন গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স

যদি আপনি প্রথম Super Thanks ফিচারটিকে ব্যবহার করেন তাহলে আপনাকে অনস্ক্রিন ইনস্ট্রাকশন গুলোকে ফলো করতে হবে। তাহলেই আপনি রেডি হয়ে যাবেন এই ফিচার আপনার চ্যানেলে ব্যবহার করতে। তারপর সব শেষে যদি আপনি এর অ্যাক্সেস পেয়ে যান তাহলে এই ফিচারটিকে অন এবং অফ করার অপশন আপনি দেখতে পেয়ে যাবেন খুব সহজেই।

নিঃস্বন্দেহে এই ফিচারটিও খুব সুন্দর হতে চলেছে। এখুনি চেক করে দেখুন আপনি এই ফিচারটিকে পেয়েছেন কিনা। এই রকমই লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।