ইউটিউবে এবার চলে এল নতুন ফিচার, খুবই সুবিধা হবে ক্রিয়েটরদের

ইউটিউব এ গুগল সব সময় নানান ধরনের নতুন নতুন ফিচার নিয়ে এসে সমৃদ্ধ করে চলে। আর এটা তারা করে তাদের ইউজারদের নানান সুবিধা দেওয়ার জন্য । তেমনই আবার নতুন একটা ফিচার নিয়ে চলে এল গুগল তাদের এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্মে।

এই ফিচারটির নাম স্মার্ট রিপ্লাই। এটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত একটি সার্ভিস । এর আগেও আমরা দেখেছিলাম জিমেইলে বা গুগল ম্যাসেজে এই ফিচারের ব্যবহার।

সেই ফিচার এবার ইনক্লুড করে দেওয়া হল ইউটিউবে। 

কি কি সুবিধা হবে এই স্মার্ট রিপ্লাই ফিচার এর সাহায্যে ?

 স্মার্ট রিপ্লাই ফিচার এর সাহায্যে ইউটিউব ক্রিয়েটররা খুব সহজেই তাদের ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকেই যেকোনো কমেন্ট এর উত্তর খুব সহজেই দিতে পারবেন। 

কারণ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর দ্বারা চালিত এই সার্ভিসটি ইংরেজি অথবা স্প্যানিশে করা কোন কমেন্ট এর মানে বুঝে নিয়ে তার সম্ভাব্য কতগুলো উত্তর আপনাকে অলরেডি দেখিয়ে দিতে থাকবে ।

ক্রিয়েটরকে শুধু সেই উত্তর গুলোতে ক্লিক করে বেছে নিতে হবে । এবং তারই সাথে তিনি নতুন কিছু আরও যোগ করতেও পারবেন । আর তারপর তার ভিডিওতে করা কমেন্টের রিপ্লাই হিসাবে পোস্ট করে দেবেন । যার ফলে অনেক সময় বেঁচে যাবে তাদের।

নিচের গিফে আপনি এই বিষয়টা ভালোভাবে দেখে নিতে পারবেন ।

GIF Credit : Youtube

নিঃসন্দেহে এই ফিচারটি সবারই প্রচন্ডরকম উপকারে লাগবে ।

আরও জানুন : ওভার-অ্যাডিকশনের জন্য পাবজি ব্যান হলো এই দেশটিতে, দেখে নিন বিস্তারিত !

তবে স্প্যানিশ এবং ইংরেজি ছাড়া অন্যান্য ভাষাতে এই স্মার্ট রিপ্লাই ফিচারটি কবে আসবে সে বিষয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু বলেনি ইউটিউব বা গুগল।