আপনার Android স্মার্টফোনের রেজুলেশন যাই হোক না কেন, উপভোগ করতে পারবেন 4K ইউটিউব ভিডিও প্লে ব্যাক সাপোর্ট, জেনেনিন বিস্তারিত

এর আগেও আমরা দেখেছিলাম ভারতে প্রথম Youtube Shorts শুরু করার পর ইউএসএ’র বাজারে তা শুরু করে দিতে চলেছে ইউটিউব। শুরু হবে মার্চ থেকেই। এবার ইউটিউব আরও এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে চলেছে তার সাধারন ইউজারদের জন্য।

কি সুবিধা নিয়ে আসতে চলেছে ইউটিউব?

ইউটিউব এবার রোল আউট করতে চলেছে 4K ভিডিও প্লে ব্যাক সাপোর্ট আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। মজাটা হল, যে ধরনের ডিসপ্লে রেজুলেশনই হোক না কেন আপনার স্মার্টফোনের। আপনি উপভোগ করতে পারবেন এই সুবিধা। অর্থাৎ আপনার স্মার্টফোনের রেজোলিউশন যাই হোক না কেন এবার ইউটিউবে আপনি 4K কনটেন্ট উপভোগ করতে পারবেন। 

কিভাবে সম্ভব এটি? 

তবে তার মানে এই নয় আপনার স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশন পরিবর্তন হয়ে যাবে। আপনার ফোনে যদি 1080p সাপোর্টও থাকে তাহলে এই রেজোলিউশন যখন আপনি 4K ভিডিও প্লে করবেন তখন আরো ভালো ভিডিও কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। সেই ভিডিওর কোয়ালিটি আরো শার্প হয়ে যাবে আগের তুলনায়।

জেনে নিন : কিভাবে ব্যবহার করবেন ভারত সরকারের Sandes অ্যাপ, এখনি জেনে নিন বিস্তারিত ভাবে

একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এইভাবে আপনি যদি 4K রেজোলিউশন সুবিধা উপভোগ করতে চান তাহলে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন খুব স্পিড যুক্ত হতে হবে। খুব ভালো ইন্টারনেট কানেকশন না হলে আপনিও সুবিধা উপভোগ করতে পারবেন না। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ইউটিউব এই ফিচারটির সকল এন্ড্রইড ইউজারদের মধ্যেই রোল আউট করে দিতে শুরু করবে।

নিঃসন্দেহে এই সুবিধা উপলব্ধ হলে সকল ইউজারদেরই অনেক সুবিধা হবে। এই সুবিধা আপনি কি ব্যবহার করবেন ? অবশ্যই জানাতে ভুলবেন না। সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।