Clubhouse জয়েন করতে আর লাগবেনা Invite Code, বহুপ্রতিক্ষিত ঘোষণা করল তারা

Clubhouse Invite Removed ShresthoTech
You Don't Need to have Invite Code to Join Clubhouse (Clubhouse)

বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেওয়া Clubhouse অ্যাপ্লিকেশন নতুন এক ঘোষণা করে দিল এবার। আর এই ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই।এবার থেকে Clubhouse অ্যাপ্লিকেশন জয়েন করার জন্য কোন ইনভাইট কোড বা ইনভাইট লিংক প্রয়োজন হবে না। যেকোন কেউ শুধুমাত্র অ্যাপ্লিকেশন টিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এমনটাই জানানো হয়েছে এই অডিও বেসড সোশ্যাল নেটওয়ার্কের পক্ষ থেকে। 

এতদিন পর্যন্ত Clubhouse অ্যাপ্লিকেশন জয়েন করতে গেলে প্রয়োজন হতো কোন ইনভাইট কোড এর। যিনি অলরেডি এই অ্যাপ্লিকেশনের ইউজার তিনি লিমিটেড কয়েকজন ব্যক্তি কেই এই অ্যাপ্লিকেশনে আসার জন্য ইনভাইট করতে পারতেন। ইনভাইট পাওয়ার পরই জয়েন করতে পারা যেত এই প্লাটফর্মে।

জেনেনিন : নেটফ্লিক্সের মধ্যে এবার গেমিং এর সুবিধা উপভোগ করবেন ইউজাররা, নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে খুব শীঘ্রই

iOS থেকে এই এপ্লিকেশন যাত্রা শুরু করে Android প্ল্যাটফর্মে চলে গেলেও এতদিন ধরেও সেই ইনভাইট করার প্রয়োজন পড়তো এই অ্যাপ্লিকেশন জয়েন করতে গেলে। Clubhouse এর এই ঘোষণার মাধ্যমে এতদিনের এই জয়নিং প্রক্রিয়ায় এসে গেল এই আমূল পরিবর্তন। এতদিন ধরে আপনি যদি ক্লাব হাউস অ্যাপ্লিকেশন জয়েন করতে চাইছিলেন কিন্তু ইনভাইট লিংক বা ইনভিটেশন কোডের অভাবে জয়েন করতে পারছিলেন না, তাহলে এটা আপনার জন্য নিঃসন্দেহে খুব খুশির খবর। 

Clubhouse সম্পর্কে আপনি এখনো যদি না শুনে থাকেন, এটা বেসিক্যালি একটি অডিও বেসড সোশ্যাল নেটওয়ার্ক। যেখানে শুধুমাত্র কথোপকথনের মাধ্যমে আপনি ইন্টারেকশন করতে পারবেন একই বিষয়ে ইন্টারেস্টেড ইউজারদের সাথে। 

এর মধ্যে বিভিন্ন ইন্টারেস্ট এর ওপর ভিত্তি করে নানান রুমস (Rooms) ক্রিয়েট করা যায়। সেই রুমস গুলোকে জয়েন করতে পারবেন আপনি। সেখানে যে ডিসকাশন চলছে তাতে পার্টিসিপেট করতে পারবেন।