এখুনি স্মার্টফোন থেকে ডিলিট করেদিন এই ক্ষতিকর 8 টি Applications, এর মধ্যে রয়েছে Joker Malware

Joker Malware ShresthoTech

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিভিন্ন ভাইরাসের প্রকোপ প্রায়ই দেখতে পায় আমরা। বিভিন্ন ভাইরাস এসে অ্যান্ড্রয়েড ইউজারদের জীবন দুর্বিষহ করে তোলে। এমন ঘটনা আগেও অনেক হয়েছে। আগেও আমরা দেখেছিলাম Joker Malware সমস্যা ক্রিয়েট করেছিল Google Playstore-এ। আবার দেখা গেল সেই Joker Malware-কে।  Quick Heal Security Labs আবারো গুগল প্লে স্টোরে এমন কিছু এপ্লিকেশন পেয়েছে যার মধ্যে জোকার ম্যালওয়ার পাওয়া গেছে। 

গুগল যদিও এই আটটা জোকার ম্যালওয়ার যুক্ত অ্যাপ্লিকেশনকে গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো যদি আপনার স্মার্টফোনে ইন্সটল করা থাকে তাহলে সাবধান। এগুলো থেকে আপনার সমূহ বিপদের সম্ভাবনা। এখুনি আপনার স্মার্টফোন থেকে ডিলিট করে দিন।

কোন কোন অ্যাপ্লিকেশনে জোকার ম্যালওয়ারের প্রকোপ ধরা পড়েছে? 

গুগল প্লেস্টোরে মোট আটটি অ্যাপ্লিকেশনে জোকার ম্যালওয়্যারের প্রকোপ ধরতে পেরেছে Quick Heal Security Labs। অ্যাপ্লিকেশনগুলো হল Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Elememt Scanner, Go Messages, Travel Wallpapers, Super SMS।

জেনেনিন : Best Photo Editing Applications যা আপনার অবশ্যই ব্যবহার করা উচিত, অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন গুলি অবশ্যই জেনেনিন

আপনার স্মার্টফোনে যদি এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ইন্সটল করা থাকে এখনো পর্যন্ত। তাহলে দয়া করে সেগুলিকে এখনই আনইন্সটল করে দিন। না হলে এই মেসেজগুলি থেকে বিপদের সম্ভাবনা প্রবল।

যে কোন জায়গা থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে আমাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়। সেগুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরী। অ্যাপ্লিকেশন ইন্সটলের আগে এই সাবধানতাগুলো অবশ্যই মেনে চলুন। তাহলে এই সংক্রান্ত সমস্যা অনেক কম পড়তে হয় আমাদের। আর্টিকেলটির শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। তাদেরকেও সচেতন করে দিন।