WhatsApp-এর নতুন View Once ফিচারে রয়েছে এই সমস্যা, সাবধান হয়ে যান, অবশ্যই খেয়াল রাখুন

অতি সম্প্রতি হোয়াটসঅ্যাপ (WhatsApp) এক অতি গুরুত্বপূর্ণ ফিচার রোল আউট করে দিয়েছে। বহু প্রতীক্ষিত এই ফিচারের নাম ভিউ ওয়ান্স (View Once)। এই ফিচারের সাহায্যে আপনার পাঠানো ফটো বা ভিডিও শুধুমাত্র একবারই দেখা যাবে। সেই ফটো ভিডিও কে দেখে নিলে তারপর সেই ফটো বা ভিডিও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। 

তাকে কোথাও শেয়ার করা যাবে না। করা যাবেনা ফরওয়ার্ড করা বা সেভ করাও যাবে না। এই বিষয় নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ নিজেই। এমনকি এই মাধ্যমে পাঠানো ফটো বা ভিডিও কেউ যদি ওপেন না করেন তাহলে 14 দিন পর সে ফটো ভিডিও অটোমেটিক ডিলিটও হয়ে যাবে। সমস্ত কিছু মিলিয়ে এটা দারুণ এক সুবিধা। এই সুবিধাটা স্ন্যাপচ্যাট (Snapchat) তাদের শুরু থেকেই দিয়ে আসছিল।

জেনেনিন : কিভাবে Computer বা Laptop থেকে WhatsApp Voice এবং Video Call করবেন? অবশ্যই জেনেনিন

তাই এই সুবিধাটা এখন WhatsApp-এ পেয়ে আনন্দিত অনেকেই। কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখুন। আপনার পাঠানো ফটো বা ভিডিও শুধুমাত্র একবার দেখা যাবে, তা ঠিকই, কিন্তু তার মানে এই নয় যাকে আপনি পাঠাচ্ছেন তিনি কোন রকম ভাবে সেগুলো সেভ (Save) করে রাখতে পারবেন না।

তার মধ্যে স্ক্রিনশট নেওয়া যাবে, স্ক্রিন রেকর্ড করে রাখাও যাবে। আর অন্য ফোন থেকে সেগুলো রেকর্ড বা ভিডিও করে রাখার সুবিধা তো আছেই। WhatsApp এগুলি স্ক্রিন রেকর্ড করা আটকায় না। তাই এই বিষয়ে খুব সচেতন হয়ে যান। আমরা অবাক হয়েছি এটা দেখে যে হোয়াটসঅ্যাপে ফটো পাঠানোর সময় এই বিষয়ে কোন রকম ওয়ার্নিং দেয় না।

তবে স্ন্যাপচ্যাটের ক্ষেত্রে আপনি ওয়ার্নিং পেয়ে যাবেন। তাই মনে রাখুন এই বিষয়টা। আর বিশ্বস্ত কাউকে ফটো বা ভিডিও পাঠাতেই এই ফিচার ব্যবহার করুন।