WhatsApp নিয়ে আসছে Recording Playback Speed সম্পর্কিত এই আপডেট, সুবিধা হবে সবারই

you might soon play whatsapp voice messages at various speed

WhatsaApp সারা বিশ্বের মধ্যে খুব জনপ্রিয় একটি ম্যাসেজিং প্লাটফর্ম। দিনের পর দিন WhatsaApp তাদের অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিত্যনতুন নানা ফিচারস প্রদান করে চলেছে। 

প্রসঙ্গত, WhatsApp এর চ্যাট ব্যাকআপ, WhatsApp Web এ অডিও-ভিডিও কলিং এর সুবিধা ছাড়াও অন্যান্য ফিচার্স গুলি WhatsApp ব্যবহারকারীদের রীতিমতো  চমক দিয়ে চলেছে। সদ্য WABetaInfo থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে সম্প্রতি WhatsApp নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। আর এই ফিচার WhatsApp এর রেকর্ডিং প্লেব্যাক স্পিড এর বিষয়ে। 

কি সেই Recording Playback Speed ফিচার?

WhatsApp আনতে চলেছে এমন একটি আপডেট যেখানে আপনি WhatsApp এর ভয়েস মেসেজগুলি বিভিন্ন স্পিডে শুনতে পারবেন। এর ফলে অনেক দীর্ঘ কোনো অডিও মেসেজ কে খুব দ্রুত শুনে নিতে পারবেন WhatsApp ইউজাররা। এর আগে এই সুবিধা উপলব্ধ ছিল না। কিন্তু মনে করা হচ্ছে ভবিষ্যতে এন্ড্রয়েড এবং iOS ইউজারদের জন্য এই সুবিধা উপলব্ধ হতে পারে। 

তবে কবে আসতে চলেছে এই সুবিধা সেই সম্পর্কে এখনো বিস্তারিত WhatsApp তরফ থেকে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে অতি শীঘ্রই আসতে চলেছে এই সুবিধা।

এর আগে আমরা Telegram এ এই সুবিধাটি উপভোগ করে এসেছি। 2018 সালে  Telegram এই সুবিধাটি সর্বসাধারণের জন্য লঞ্চ করে দেয়। সেখানে ভয়েস মেসেজ টি 2x স্পীডে শুনতে পারবেন। এমন স্পিড কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এখন দেখার বিষয় হোয়াটসঅ্যাপ তাদের নতুন আপডেটে কেমন ভাবে এই সুবিধা উপলব্ধ করতে চলেছে বা এক্সট্রা কি কি অপশন তারা রাখছে তাদের এই ফিচারের সাথে। 

জেনে নিন : দেশের আরও 12টি ভাষাতে উপভোগ করা যাবে Spotify এর সার্ভিস, Spotify এখন নিজের ভাষাতেই

আমাদের জীবনে হোয়াটসঅ্যাপের ব্যবহার অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রিয়জনদের সাথে যোগাযোগ স্থাপন হোক বা দরকারি বিশেষ কোনো কাজ আমরা নিঃসন্দেহে এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে চলেছি। তাইতো যাবতীয় বিতর্ক কে পিছনে ঠেলে একেরপর এক আপডেট নিয়ে এসে WhatsApp এগিয়ে চলেছে। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।