Google Messages-এর মধ্যে আসছে এই ছোট্ট প্রয়োজনীয় ফিচারটি, হল অপেক্ষার অবসান

you can now adjust font size on google messages

মেসেজিং অ্যাপ্লিকেশন হিসাবে গুগল মেসেজেস এর জনপ্রিয়তা অত্যন্ত রকমের বেশি সকলের কাছেই। কিন্তু খুব ছোট্ট একটা কাজ এতদিন পর্যন্ত এই মেসেজিং অ্যাপ্লিকেশন এর মধ্যে করা সম্ভব হত না। আর সেটা হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো বা কমানো। এবার সেই সুবিধাটাই চলে এলো গুগল মেসেজেস (Google Messages) এর মধ্যে। 

Google Messages-এ এবার Font Size এডজাস্ট করা যাবে খুব সহজেই 

এতদিন পর্যন্ত গুগল মেসেজেস এর মধ্যে ফন্ট সাইজ এডজাস্ট (Font Size Adjust) করা যেত না। তা নিয়ে ইউজারদের মধ্যে অভিযোগ ছিল অনেক। সম্প্রতি গুগল মেসেজেস এর মধ্যে অনেক ইম্প্রুভমেন্টস আনা হয়েছে। আনা হয়েছে একের পর এক নিত্যনতুন ফিচার্স। তারই মধ্যে অন্যতম হল অটোমেটিক ইনবক্স ডিক্লাটার (Automatic Inbox Declutter)। যা আপনার ইনবক্স কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। আর তারই সাথে আর একটা গুরুত্বপূর্ণ সুবিধা লঞ্চ করে দেওয়া হল। 

জেনেনিন : এখুনি স্মার্টফোন থেকে ডিলিট করেদিন এই ক্ষতিকর 8 টি Applications, এর মধ্যে রয়েছে Joker Malware

এবার থেকে আপনি গুগল মেসেজেস এর উপর পিঞ্চ (Pinch) করে আপনার কনভারসেশনের ফন্ট সাইজ কে এডজাস্ট করতে পারবেন। গুগল লেটেস্ট ভার্সনে এই সুবিধাটি উপলব্ধ করে দেওয়া হয়েছে। এই ফিচারটিকে কে ব্যবহার করার জন্য আপনি গুগল প্রথমেই লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন। তারপর গুগল মেসেজ ওপেন করে নিন। এর পরে স্ক্রিনের উপর পিঞ্চ করে আপনি গুগল মেসেজের মধ্যে ফন্ট এডজাস্ট করতে পারবেন।

কিছু Reddit ইউজারদের মধ্যে Google Messages v8.3.026 অথবা তার উপরে যারা রয়েছেন তাদের কাছে এই সুবিধাটা উপলব্ধ করে দেওয়া হয়েছে।তাই এখনো পর্যন্ত যদি আপনি এই সুবিধা না পেয়ে থাকেন খুব শীঘ্রই আপনার কাছে চলে আসবে এটি।