30 এপ্রিল Xiaomi Redmi Note 9 সিরিজ গ্লোবালি রিলিজ হবে !

Xiaomi তার বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ঘোষণা করেছে যে তারা Redmi Note 9 সিরিজ লঞ্চ করবে।

যতদূর মনে করা হচ্ছে, লঞ্চটি একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে হবে, যা 30 এপ্রিল, 20:00 GMT এ অনুষ্ঠিত হবে।

আরও জানুন : লকডাউন এর জেরে পিছিয়ে গেছে এই সমস্ত স্মার্টফোন গুলির লঞ্চ বা বিক্রি ! এবার লকডাউন ওঠার অপেক্ষা !

এই লঞ্চ ইভেন্টে Xiaomi এর আরো অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করা হতে পারে।

যদিও অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি তাও মনে করা হচ্ছে যে এই ইভেন্টে Redmi Note 9 Pro ও Note 9 Pro Max গ্লোবালি লঞ্চ করা হবে ।

তেমনি Redmi Note 9 ফোনটিও লঞ্চ হতে পারে যেটির নাম হবে খুব সম্ভবত Redmi 10X। এটি মিড-রেঞ্জের স্মার্টফোন হবে।

যদি Redmi Note 9 ফোনটি প্রকৃতই লঞ্চ হয় তাহলে এতে MediaTek’s Helio G85 chipset দেখা যাবে এবং 6GB of RAM and 128GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

আশা করা হচ্ছে Redmi Note 9 এ MIUI 11 দ্বারা পরিচালিত লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 দেখা যাবে।

6.53-ইঞ্চি full-HD+ (1080×2340 পিক্সেলস)  ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5020 mAh ব্যাটারি থাকবে।

Sky Blue’, ‘Pine Morning Green’, এবং ‘Ice Fog White এই তিনটি রঙে ফোনটি লঞ্চ হতে পারে।

ভারতের বাজারে এই স্মার্টফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হবে এবং এক নতুন দিশা দেখাবে।