মাত্র 1 সেকেন্ডেই গরম হয়ে যাবে জল, লঞ্চ হয়ে গেল Mi Instant Water Purifier Q800, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

xiaomi launches new water purifier with amazing benefits

সম্প্রতি Xiaomi সংস্থা চিনে লঞ্চ করে দিলো নতুন Mi Instant Water Purifier Q800। চলুন এক নজরে এই ওয়াটার পিউরিফায়ারের ফিচার্স সম্বন্ধে জেনে নেওয়া যাক। একই সাথে দেখে নেব এর দাম এবং ভারতের বাজারে কবে থেকে পাওয়া যাবে সেই সম্পর্কিত তথ্যও। 

Mi Instant Water Purifier Q800 স্পেসিফিকেশন্স কেমন?

এই ওয়াটার পিউরিফায়ারে ইনক্লুড রয়েছে দুটি RO ফিল্টার। যা জল থেকে বিষাক্ত কণা খুব সহজেই নিষ্কাশন করতে পারে। এছাড়াও উপস্থিত প্রধান RO-600G ফিল্টার 5 বছর পর্যন্ত চলতে সক্ষম বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। এছাড়াও এই ওয়াটার পিউরিফায়ার এর অন্যতম আকর্ষণ হলো এটি মাত্র 1 সেকেণ্ডে জলকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। একই সঙ্গে থাকছে 4 টি ভিন্ন Pre-Sets Mode। যেখানে প্রাথমিক টেম্পারেচার রাখা হয়েছে 25°C। এছাড়াও পাবেন Milk Mode যার মাত্রা যথাক্রমে 45° সেন্টিগ্রেড। 

এরই পাশাপাশি রয়েছে টাচ ডিসপ্লে। যেখানে আপনি এর নানান ফিচার্স গুলি সহজেই কন্ট্রোল করতে পারবেন। আরো পাওয়া যাবে 85°C উষ্ণতায় Coffee Mode ব্যবহারের সুবিধা। একই সাথে রয়েছে 95° সেন্টিগ্রেড উষ্ণতায় জল গরম করে তোলার সু-ব্যবস্থাও। ডিভাইসটি স্মার্টফোনের Mijia App দ্বারা পরিচালনা করা যাবে। এখানেই শেষ নয় থাকছে Anti-Clogging System ও।

জেনেনিন : শুধুমাত্র নভেম্বর মাসে 17 লক্ষ 59 হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, এই দলে আপনিও নেই তো?

দাম কত রাখা হয়েছে?

চলুন এবার দামের দিকে নজর রাখা যাক। Mi Instant Water Purifier Q800-এর চিনা মার্কেটে দাম রাখা হয়েছে CNY 3,799 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 44,328 টাকার কাছাকাছি।

ভারতে কবে উপলব্ধ হবে?

রিসেন্টলি মি বেশ কিছু ইন্টারেস্টিং প্রোডাক্টস নিয়ে কাজ করে যাচ্ছে চিনের মার্কেটে। তার মধ্যে আবার কিছু কিছু প্রোডাক্টস ভারতের বাজারেও আসার সম্ভাবনা রয়েছে। সংস্থা প্রোডাক্টটি আপাতত চিনা দেশেই সিমাবদ্ধ রেখেছে। গ্লোবাল মার্কেটে বা ভারতের বাজারে এটি ঠিক কবে থেকে পাওয়া যাবে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত অফিশিয়ালি জানানো হয়নি।

কেমন লাগলো আপনার এই ওয়াটার পিউরিফায়ার? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!