শাওমির ঝুলিতে ইতিমধ্যেই বেশ কয়েক রকমের মাউস রয়েছে । যেগুলো মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে । এবার চীনের বাজারে শাওমি লঞ্চ করে দিল নতুন এক ধরনের স্মার্ট মাউস। যার নাম রাখা হয়েছে XiaoAi মাউস । আর এর মধ্যে রয়েছে ইন্টারেস্টিং সব ফিচার ।
দেখে নেওয়া যাক এই মাউসের ফিচার গুলি !
এর আগেও আমরা দেখেছিলাম ভারতের বাজারে শাওমি লঞ্চ করেছিল তাদের ওয়ারলেস মাউস ।
প্রায়ই শাওমি ওয়ারলেস মাউস এর মতই দেখতে শাওমির এই নতুন স্মার্ট মাউস । কিন্তু নাম থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে যা আগের তুলনায় সম্পূর্ণভাবে আলাদা ।
এর মধ্যে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এই মাউসের স্ক্রলবারের ঠিক উপরে একটি লাল রঙের বাটন রয়েছে । যেটা ক্লিক করে বা যেটাকে প্রেস করে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট কে ব্যবহার করতে পারবেন ।
এবার আপনাকে বলি কিভাবে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করবে । এই মাউসের মধ্যেই ইনক্লুড করা রয়েছে মাইক্রোফোন । যার সাহায্যে আপনি এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট কে ট্রিগার করে কিছু ইনস্ট্রাকশন দিতে পারবেন। যেমন- কম্পিউটার শাটডাউন যদি আপনি বলেন তাহলে আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে ।
এই মাউসের দাম রাখা হয়েছে 149 ইউয়ান । তবে এখনও পর্যন্ত এটা ক্রাউডফান্ডিং এর জন্যই রাখা হয়েছে ।
এই মাউসকে আপনি দুটো পিসির সাথে কানেক্ট করতে পারবেন একসাথে । এবং লেফট এবং রাইট ক্লিক একের পর এক 3 সেকেন্ড প্রেস করে থাকলেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সুইচ করতে পারবেন ।
আরও জানুন : Realme Narzo 10A সিরিজে এল নতুন ভেরিয়েন্ট, জেনে নিন বিস্তারিত !
এবং এছাড়াও এর মধ্যে রয়েছে 750 এমএইচ এর ব্যাটারি। যা আপনাকে 130 দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে বলে ক্লেইম করছে শাওমি।
তবে ভারতের বাজারে কবে এই স্মার্ট মাউস শাওমি লঞ্চ করবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না । ভারতের বাজারে ইতিমধ্যে মি নোটবুক লঞ্চ করে দিয়েছে শাওমি।
আর তারই সাথে ভারতের বাজারে আপনি এখনই পাবেন মি ওয়্যারলেস মাউস। তাই আশা করা যেতেই পারে যে এই স্মার্ট মাউস আনতে আর বেশি দেরি করবেনা শাওমি।