লঞ্চ হয়ে গেল সবথেকে পাতলা ও হালকা স্মার্টফোন Xiaomi Mi 11 Lite, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট ও অফার

xiaomi launched mi 11 lite lightest and slimmest smartphone specifications sale date launch offer
Xiaomi Mi 11 Lite (Image : Xiaomi)

আজকে Xiaomi-র তরফ থেকে লঞ্চ করে দেওয়া হল বহুপ্রতীক্ষিত Mi 11 Lite স্মার্টফোনটি। তারই সাথে লঞ্চ করে দেওয়া হয়েছে Mi Watch Revolve Active স্মার্টওয়াচ। চলুন দেখে নেওয়া যাক Mi 11 Lite স্মার্টফোনটি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Mi 11 Lite স্পেসিফিকেশন্স

Mi 11 Lite লাইটের মধ্যে রয়েছে 6.55 ইঞ্চি 10-bit FHD+ AMOLED ডিসপ্লে। যা আমাদের 1.07 বিলিয়ন কালার্স এক্সপিরিয়েন্স করতে দেবে। এর Refresh Rate 90Hz। আর তার সাথে Touch Sampling Rate হতে চলেছে 240Hz এর। রয়েছে ব্লু লাইট মোড এবং পেপার রিডিং মোড। পেয়ে যাবেন Gorilla Glass 5 এর প্রটেকশন। 

এটিই এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে হালকা ও পাতলা স্মার্টফোন। এটি মাত্র 6.8mm থিন। আর ওজন মাত্র 157 গ্রাম। এবারে আসি ক্যামেরার ব্যাপারে। Mi 11 Lite এর মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা (Triple Camera) সেটআপ। এর প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 5 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স।  সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

প্রসেসর এর ব্যাপারে বলতে গেলে এর মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 732G প্রসেসর। আর তার সাথে পেয়ে যাবেন 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। স্টোরেজ কে আপনি 512GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নিতে পারবেন। রয়েছে Hi-Res অডিও সার্টিফিকেশন। পেয়ে যাবেন ডুয়াল স্পিকার্স।

জানেন কি : বহু নিষেধ সত্ত্বেও চীনের সাথে হচ্ছে ডেটা শেয়ার, এবার তদন্ত হতে পারে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার কর্মকান্ড নিয়ে

ব্যাটারির কথা বলি এবার। এই স্মার্টফোনে রয়েছে 4250mAh এর হাই ইনটেনসিটি ব্যাটারি। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পেয়ে যাবেন 33W ইনস্ট্যান্ট চার্জার। রয়েছে USB Type C পোর্ট।

Mi 11 Lite এর দাম

 Mi 11 Lite এর দুটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 6GB-128GB এবং তার সাথে 8GB-128GB ভেরিয়েন্ট। 6GB-128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 21,999 টাকা। আর তার সাথে 8GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 23,999 টাকা। 

তার সাথে লঞ্চ অফার হিসাবে থাকছে HDFC ব্যাংক এর 1500 টাকা ক্যাশব্যাক। আর Pre-Order করলে আপনি পেয়ে যাবেন আরো 1500 টাকা ডিসকাউন্ট। এই অফার গুলি এই স্মার্টফোনের প্রাইস অনেকটাই কমিয়ে নিয়ে আসছে। 

Mi 11 Lite স্মার্টফোনটির সেল শুরু হবে আগামী 28 তারিখ থেকে। অর্থাৎ জুন মাসের 28 তারিখ দুপুর 12 টা থেকে।  কিনতে পাওয়া যাবে mi.com, মি হোম, ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরস থেকে।

Xiaomi Mi 11 Lite Display