শাওমি রীতিমতো তাদের পোর্টফোলিও এক্সপ্যান্ড করে চলেছে। একের পর এক নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চ করে চলেছে তারা। এবার তারা লঞ্চ করতে চলেছে নতুন ধরনের একটি প্রোডাক্ট। আর সেটা হল এমআই টিভি ক্যামেরা (MI TV Camera)।
শাওমি লঞ্চ করতে চলেছে MI TV Camera
খুব শীঘ্রই একটি নতুন ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Xiaomi। আর সেটা হলো MI TV Camera। এ বিষয়ে একটি টিজার ভিডিও পোস্ট করেছে শাওমি ইন্ডিয়া তাদের টুইটারে।
সেই টুইটে লেখা রয়েছে- “There’s a better way to stay connected. The perfect accessory for your TV is almost here. Stay tuned to know more and comment if you know what’s coming.” তারপর মাত্র 8 সেকেন্ডের একটা ভিডিওতে হালকা করে দেখানো হয়েছে MI টিভি ক্যামেরার ঝলক।
সে ঝলক দেখে মনে করা হচ্ছে এই ক্যামেরার মধ্যে দুই দিকে থাকতে পারে দুটো মাইক্রোফোন। যখন প্রয়োজন নেই তখন ক্যামেরাকে ঢাকা দেওয়ার জন্য শাটারও থাকতে পারে। তার উপর রয়েছে বড় করে শাওমির ব্র্যান্ডিং।
জেনেনিন : এবার WhatsApp এর মাধ্যমে খুব সহজেই করতে পারবেন রিলায়েন্স জিও Recharge, নিয়ে আসা হল নতুন উপায়
তবে এই MI TV Camera সম্পর্কে আর কোন কিছুই বিস্তারিতভাবে জানা যায়নি সে ভিডিও দেখে। মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সকলের সাথে খুব সহজে কানেক্টেড থাকার জন্য এই ডিভাইসকে লঞ্চ করতে চলেছে শাওমি।
লঞ্চ ডেট কবে?
এখনো পর্যন্ত এই মি টিভি ক্যামেরার লঞ্চ ডেট সম্পর্কেও কিছু জানায়নি শাওমি। মনে করা হচ্ছে আগামী জুন মাসের 22 তারিখে লঞ্চ হতে Mi 11 Lite। হয়তো সেই দিনই লঞ্চ করে দেওয়া হতে পারে এই ডিভাইস কে। এর দাম কত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানায়নি এখনও শাওমি।