শাওমির সিইও লেই জুন ব্যবহার করেন iPhone, জানা গেল চাঞ্চল্যকর তথ্য !

অ্যাপেল আইফোন সিরিজ চিনে এতটাই পপুলার যে কোনো মানুষের হাতে আইফোন দেখলে নিশ্চয় কেও অবাক হবেননা ।

কিন্তু, যদি ঐ ব্যক্তি হন স্বয়ং শাওমির সি.ই.ও. লেই জুন (Lei Jun) তাহলে সেই ঘটনায় বিশ্বের সবাই নির্ঘাত অবাক হবেন।

হ্যাঁ, এইবার ঘটলো ঠিক এই ঘটনাটি। নেটিজেনদের কাছে হাতে না হাতে ধরা পড়লেন তিনি যখন Weibo তে তিনি আইফোন থেকে এক পোস্ট করেন।

Weibo তে কোনো পোস্ট করলে কোন ফোন থেকে পোস্টটি করা হয়েছে সেটি দেখানো হয়। লেই জান ইউজারদের কিছু বই কিনতে এনকারেজ করতে একটা পোস্ট করেন।

তারপরেই ঘটে সেই বিপত্তি। হঠাৎ, কিছু ফ্যান ধরে ফেলেন পোস্টটি আইফোন থেকে পোস্ট করা হয়েছে।

এটা জানার পরেই উনি পোস্টটা ডিলিট করে দেন,তবে চলতে থাকে আলোচনা।

শাওমির পার্টনার পান জিয়ুতাং (Xiaomi partner Pan Jiutang) তাদের সিইও এর সাপোর্টে বলেছেন এই বিশ্বে কে আছেন যিনি Apple, Samsung এর ফোন ইউস করতে চান না ?

তিনি উদাহরণ স্বরূপ বলেন Huawei ফউন্ডার নিজেও অ্যাপেল ইকোসিস্টেমকে পছন্দ করেন এবং প্রশংসাও করেন।

আরও জানুন : বিজ্ঞানীরা তৈরি করলেন একটি সুপার স্পিড সফট রোবট, চিতার বায়োমেকানিক্সের ভিত্তিতে !

তাছাড়া, রিয়েলমি সিইও আগের বছর আইফোন ইউস করতে গিয়ে ধরা পড়েন, তাই এটি বড়ো কিছু ব্যাপার নয়।

তবে, নেটিজেনদের কাছে ব্যাপারটা ছোট কিছু নয়, বরং দুঃখজনক।

তারা শাওমির প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এখন আর জানতে বাকি রইলো না MIUI ইন্টারফেস কেন অনেকটা iOS এর মত দেখতে।

শাওমির মতো গ্লোবাল মার্কেটে নামি কোম্পানির সিইও কাছে এই ঘটনাটি অনেক ইউসার আশা করেননি।