120W HyperCharge ফিচার্স সহ ভারতে লঞ্চ হয়ে গেল Xiaomi 11T Pro 5G স্মার্টফোন, এক নজরে জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সদ্য ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Xiaomi 11T Pro 5G স্মার্টফোন। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে অসাধারণ সব ফিচার্স। চলুন এখনই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Xiaomi 11T Pro 5G স্পেসিফিকেশন কেমন?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1,080×2,400 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.67-Inch Full-HD+ 10bit AMOLED Display। একই সাথে থাকছে 120Hz Dynamic Refresh Rate, 1000 Nits Peak Brightness, 480Hz Touch Sampling Rate, Dolby Vision সুবিধা সহ Corning Gorilla Glass Victus প্রোটেকশন। 

স্মার্টফোনটি Adreno 660 GPU যুক্ত Octa-Core Qualcomm Snapdragon 888 SoC দ্বারা পরিচালিত হবে। এছাড়াও রয়েছে 108MP Primary Sensor, 8MP Ultra-Wide-Sensor এবং 5MP Telephoto Lens যুক্ত ট্রিপল ক্যামেরা। একই সঙ্গে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। এখানেই শেষ নয়, থাকছে দুর্দান্ত চমক।

ক্যামেরা সিস্টেমে ইনক্লুড রয়েছে Pro Time-Lapse, Cinematic Filters, Selfie Night Mode, Audio Zoom, 8K Video Recording ইত্যাদির সুবিধা সহ 50 টিরও বেশি Director Modes। তারই সাথে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি এবং 120W HyperCharge ফিচার্স। যা মাত্র 17 মিনিটে সম্পূর্ণ চার্জ প্রদান করে।

জেনেনিন : ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে কোটিপতি? জেনেনিন খুঁটিনাটি

ডিভাইসটির মধ্যে 4G LTE, 5G, Wi-Fi 6, NFC, Bluetooth, GPS/ A-GPS/ NavIC, Gyroscope, Infrared (IR) Blaster, USB Type-C Port, Ambient Light Sensor, Accelerometer, Proximity sensor, Barometer, Magnetic Compass, Side-Mounted Fingerprint Scanner মতো অত্যাধুনিক সুবিধাও উপস্থিত রয়েছে। ডিভাইসটির পরিমাপ 164.1×76.9×8.8mm এবং ওজন 204 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটির 8GB + 128GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা। একই সাথে 8GB + 256GB ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে 41,999 টাকা। এছাড়াও 12GB + 256GB স্টোরেজের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 43,999 টাকা। 

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

স্মার্টফোনটি 3 টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে Meteorite Gray, Celestial Magic এবং Moonlight White কালার অপশন। চলুন এবার সেল ডেটের দিকে এগোনো যাক।

সেল Date কবে?

স্মার্টফোনটির সেল আজ ঠিক দুপুর 2PM থেকে শুরু হবে। এটি Mi.Com, Amazon, Mi Home Stores, Mi Studios এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কিনতে পারা যাবে। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!