Google Assistant-এর সাহায্যে গেম খেলে আপনি জিতে নিতে পারবেন Google Pixel 4A, এক্ষুনি জেনে নিন পদ্ধতি

দৈনন্দিন জীবনে এখন আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) প্রায় সকলেই ব্যবহার করি। এবার এই গুগল অ্যাসিস্ট্যান্ট ভারতীয় স্টার্টআপ হান্টার গেমস (Hunter Games)-এর সাথে পার্টনারশিপে নতুন এক গেম নিয়ে চলে এল তাদের প্লাটফর্মে। আর এই গেম খেলেই আপনি জিতে নিতে পারেন একটি গুগল পিক্সেল 4A। গেমের নাম রাখা হয়েছে ম্যাচ ইট (Match It)। তার আগে অবশ্যই সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

কিভাবে জিতে নেবেন Google Pixel 4A? 

Google Pixel 4A জিতে নেওয়ার জন্য গুগল এসিস্টেন্ট ব্যবহার করে আপনাকে একটি গেমে পার্টিসিপেট করতে হবে। এই গেমের নাম ম্যাচ ইট। হিন্দি এবং ইংরেজী এই দুটো ভাষাতেই এই গেম ইনিশিয়েট করা যাবে Google Assistant-এ। তার আগে চলুন জেনে নেওয়া যাক সমস্ত পদ্ধতিগুলো।

এই গেম শুরু করার জন্য প্রথমেই গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করে নিন এবং তারপরে বলুন ওকে গুগল টক টু ম্যাচ ইট। তাহলেই আপনার স্ক্রিনে গেমটি লোড হতে শুরু করে দেবে। পরবর্তীকালে যে সমস্ত ইন্সট্রাকশন গুলো আপনাকে দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন গুলোকে ফলো করতে থাকুন এবং গেমটিকে কমপ্লিট করুন।

জেনে নিন : ফ্লিপকার্টে বিভিন্ন প্রোডাক্টের উপর পাবেন অসাধারণ ডিসকাউন্ট, আসছে Big Billion Days Sale, জেনেনিন কোন কোন প্রোডাক্টে থাকবে ডিসকাউন্ট

সমস্ত লেভেল কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটার স্ক্রিনশট নিতে ভুলবেন না। স্ক্রিনশট নেওয়ার পর আপনার ফেসবুক একাউন্টে গিয়ে সেই স্ক্রিনশট টিকে পোস্ট করতে হবে। তারই সাথে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এটি হল #TalkToMatchIt ।

ইংরেজির সাথে সাথে হিন্দিতেও আপনি এই গেমটি কে খেলতে পারবেন। তার জন্য আপনাকে বলতে হবে “ম্যাচ ইট সে কানেক্ট করে” (Match It Se Connect Karein)। তাহলেই সেই আগের পদ্ধতির মতই ম্যাচ ইট গেমটা ওপেন হয়ে যাবে। সেখানে লেভেল কমপ্লিট করার পর ঠিক আগের মতোই স্ক্রিনশট নিয়ে হ্যাশট্যাগের সাথে পোস্ট করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। 

সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর একজন লাকি উইনার জিতে যাবেন এই Google Pixel 4A। তাই দেরি করবেন না। আপনি যদি Google Pixel 4A জিতে নিতে চান তাহলে অবশ্যই পার্টিসিপেট করুন এই গেমেতে।