iPad কেন কিনবেন? কোন কোন কাজে আইপ্যাড আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে?

why should you buy ipad আইপ্যাড must read before you buy

আমাদের সকলের মনেই প্রশ্ন আসে iPad কেন কিনবো? আমরা সকলেই জানি Apple প্রোডাক্ট এর দাম যেমন বেশি। ঠিক তেমনি এর স্পেসিফিকেশনস খুবই সুন্দর। iPad এমন একটি ডিভাইস যা আপনাকে উপহার দেবে হাজার হাজার সুবিধা।  

অনেক ক্ষেত্রে দেখা গেছে স্মার্টফোন বা ডেস্কটপের থেকে তুলনামূলক ভাবে iPad বেশ ভালো সুবিধা প্রদান করে। তাই iPad কেনার আগে অবশ্যই আপনার iPad সমন্ধে বেসিক কিছু ধারণা থাকা দরকার। চলুন জেনে নেওয়া যাক কেন আইপ্যাড কিনবেন? 

iPad কেন কিনবেন? 

আপনি যদি পড়াশোনা করতে ভালোবাসেন তাহলে iPad আপনাকে অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। কারণ iPad এর স্ক্রিন বড় হওয়ার জন্য এবং এর রেজুলেশন অত্যন্ত ভালো হবার জন্য স্টাডি পারপাসে iPad ব্যবহার খুবই ভালোভাবে করতে পারবেন। ebook রিডিং থেকে শুরু করে ডিজিটাল নোট টেকিং। অসাধারণ অভিজ্ঞতা পাবেন। Apple Pencil আর iPad এর কম্বিনেশনও দারুন ভাবে আপনাকে নোট টেকিংয়ে সাহায্য করবে। 

এছাড়াও আপনি যদি Digital Drawing, Digital Illustration, Dooling করতে ভালোবাসেন তাহলে iPad আপনার জন্য একদম উপযুক্ত ডিভাইস। কারণ iPad রয়েছেন Drawing সম্পর্কিত বেশকিছু অসাধারণ Apps। যার মধ্যে Procreate অন্যতম। যা আপনাকে বাড়তি সুবিধা প্রদান করবে। যার ফলে আপনার Digital Drawing আরও ভালোভাবে করতে পারবেন। তবে এক্ষেত্রেও সাহায্য লাগবে Apple Pencil এর। 

যদি iPad এ কোন প্রডাক্টিভ কাজকর্ম করার কথা ভাবেন তাহলে সে ক্ষেত্রে আপনি নির্ভাবনায় iPad ব্যবহার করতে পারেন। বিশেষত্ব লক্ষ্য করে দেখা গেছে ভিডিও এডিটিং(Video editing on iPad) এর ক্ষেত্রে আইপ্যাড স্মুথলি পারফরম্যান্স প্রদান করে। তাছাড়াও সহজেই এই ডিভাইস কে ক্যারি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এটি খুবই পোর্টেবল। তাই প্রোডাক্টিভ পিপল দের জন্য iPad দারুন। 

আপনি যদি গেমিং(Gaming) করতে ভালোবাসেন তাহলে iPad দারুন কাজে দেবে। গেমারদের মধ্যে iPad অত্যন্ত রকমের জনপ্রিয়। সেক্ষেত্রে আপনাকে বলবো যে কোন গেমিং এর ক্ষেত্রে iPad ল্যাগিং ছাড়াই অসাধারণ গেমিং পারফরম্যান্স সুবিধা প্রদান করে। PUBG থেকে শুরু করে COD, Free Fire, Clash Of Clans বা অনেক উচ্চগ্রাফিকস সম্পন্ন গেম iPad-এ নির্ভাবনায় খেলা যায়। গেমিং লাইভ স্ট্রিমিং করার কথা ভাবলেও iPad এর জুড়ি মেলা ভার। সেই জন্যই সারা বিশ্ব জুড়ে গেমাররা আইপ্যাড ব্যবহার করেন। 

যদি আপনি অত্যন্ত YouTube দেখতে ভালোবাসেন বা অত্যন্ত মুভি ওয়াচ করতে ভালোবাসেন। আর মিডিয়া কঞ্জামশানও আপনার অত্যাধিক রকমের বেশি হয়। তাহলে সেক্ষেত্রে আপনি iPad ব্যবহার করতে পারেন। কারন iPad এর ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর। অসাধারণ Media Consumption-এর এক্সপেরিয়েন্স দেবে এটি আপনাকে। 

জেনে নিন : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন

ভিডিও এডিটিংয়ের জন্যও আইপ্যাডের যথেষ্ট খ্যাতি রয়েছে। আইপ্যাড ভিডিও এডিটিংয়ের জন্য অতি জনপ্রিয় Application হল Lumafusion। যাকে বলা হয় Final Cut Pro of iPad। তারই সাথে এক্সট্রিমলি পোর্টেবল হওয়ার জন্য এই ডিভাইস ব্যবহার করে খুব সহজেই এক যায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে করতেও আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। যে সুবিধা অনেকেরই প্রয়োজন হয়। 

iPad চূড়ান্ত রকমের সিকিউর একটি ডিভাইস। স্মার্টফোনের থেকে তুলনামূলক ভাবে এর স্ক্রিন এবং ব্যাটারির সেরা অভিজ্ঞতা পাওয়া যায়। তাই আপনি যদি স্মার্টফোনের থেকেও পাওয়ারফুল ডিভাইস চান তাহলে নিঃস্বন্দেহে iPad আপনার জন্যই।

iPad এক্সট্রিমলি পোর্টেবল। তারই সাথে খুবই লাইট ওয়েট। ছোট্ট একটি ব্যাগে নিয়েই এই আইপ্যাড কে ক্যারি করা যায়। বই পত্রের মাঝেও সহজেই ক্যারি করে নিয়ে যাওয়া যায়। একদমই ভারী নয়। তাই এই ডিভাইস খুবই পোর্টেবল। তারই সাথে পাওয়ারফুলও। যে কম্বিনেশন অনেকেরই প্রয়োজন হয়।  

iPad সম্পর্কে আরও অনেক কিছু জানতে আমাদের iPad Playlist অবশ্যই ভিসিট করুন। 

আইপ্যাডের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভাল। তাই আপনি যদি গান শুনতে পছন্দ করেন তবে সে ক্ষেত্রেও আপনি আইপ্যাড ব্যবহার করতে পারেন। অডিও রেকর্ডিংয়ের পারপাসও আপনার ভালোবাবে মেটাবে। পডকাস্ট শোনা থেকে শুরু করে গান শোনা, সমস্ত কাজেই এর স্পিকার আপনাকে অবাক করবে। 

এছাড়াও এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো শুধুমাত্র আইপ্যাডের সার্পোট সিস্টেমে ফোকাস করেই তৈরি করা হয়েছে। যার ফলে সেই সমস্ত অ্যাপ এর মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারবেন।। যেমন- Procreate, Lumafusion, GoodNotes, Notability ইত্যাদি। 

জেনে নিন : ইউটিউবের অসাধারণ কয়েকটি স্বাস্থ্যকর সেটিংস যা আপনার অবশ্যই জানা উচিত

পরিশেষে বলা যায় আইপ্যাড থাকা মানেই যে আপনি সাফল্যের চাবিকাঠি হাতের মুঠোয় পেয়ে যাবেন তেমনটা ঠিক নয়। সাফল্যের চাবিকাঠি হাতের মুঠোয় আনতে হলে করতে হবে কঠোর পরিশ্রম। তবে iPad এর দাম অনেকটাই বেশি। যদি আপনার বাজেট ঠিক থাকে। আর উপরে উল্লেখিত কাজগুলি যদি আপনার প্রয়োজন হয়। তাহলে নিঃসন্দেহে আপনি iPad কিনতে পারেন। 

Apple iPad Pro

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।