এই কাজটিও হোয়াটসঅ্যাপে করা যাবে খুব সহজেই, ইতিমধ্যেই রোলআউট করে দেওয়া হল iOS বেটা টেস্টারদের জন্য

whatsapp stickers new feature rolled out for beta testers

হোয়াটসঅ্যাপের মধ্যে স্টিকার্স (Stickers) আমাদের সকলেরই খুব প্রিয়। আর হোয়াটসঅ্যাপও বিভিন্ন সময় বিভিন্ন রকম ইভেন্ট অনুযায়ী নিত্যনতুন স্টিকার্স নিয়ে আসে। গতকাল ফাদার্স ডে উপলক্ষে আমরা দেখেছিলাম পাপা মেরে পাপা নামে একটি স্টিকার প্যাক নিয়ে আসতে। যেটা খুব জনপ্রিয় হয়েছিল সকলের মধ্যেই। সেই জন্য এর গুরুত্ব বুঝে হোয়াটসঅ্যাপ iOS প্লাটফর্মের মধ্যে এক গুরুত্বপূর্ণ স্টিকার রিলেটেড আপডেট নিয়ে আসছে।

যে নতুন ফিচার নিয়ে আসছে তার সাহায্যে গোটা স্টিকার প্যাকটিকেই আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সাথে। এতদিন পর্যন্ত শুধুমাত্র একটা স্টিকারকেই শেয়ার করতে পারতাম আমরা। কিন্তু এবার সেই ব্যবস্থার পরিবর্তন হতে চলেছে।

এবার গোটা স্টিকার প্যাককেই আপনি শেয়ার করতে পারবেন আপনার বন্ধুর সাথে। আর ইতিমধ্যেই এই সুবিধাটা উপলব্ধ করে দেওয়া হয়েছে আইওএস (iOS) ইউজারদের জন্য। 

জেনেনিন : WhatsApp এ এইভাবে Notes নিতে পারবেন, জেনে নিন পদ্ধতি

WABetaInfo-র মতে ইতিমধ্যেই iOS প্লাটফর্মের জন্য WhatsApp 2.21.120.13 এর মধ্যে এই ফিচারটির রোলআউট করে দেওয়া হয়েছে। এই ফিচারটির ফলে এবার হোয়াটসঅ্যাপ স্টিকার প্যাকের উপরে একটা ফরোয়ার্ড আইকন দেওয়া থাকবে। তার উপর ক্লিক করে সরাসরি সেই গোটা স্টিকার প্যাকটিকে আপনি শেয়ার করতে পারবেন। 

তবে আর একটা কথা মনে রাখা ভাল। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এর অফিশিয়াল স্টিকার প্যাক এর জন্যই এই ফিচারটি উপলব্ধ করা হয়েছে। থার্ড পার্টি কোনরকম স্টিকার প্যাককে এই সুবিধা দেওয়া হয়নি।

iOS প্লাটফর্মের WhatsApp বেটা ভার্সন এর জন্য এই সুবিধাটি রোলআউট করে দেওয়া হলেও। কবে এই সুবিধাটি সকলের জন্য রোল আউট করে দেওয়া হবে তা এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ।