এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের এক মহা সমস্যায় পড়তে হতো। আর এই সমস্যায় পড়তে হতো যখন তারা এন্ড্রয়েড থেকে iOS-এ বা iOS থেকে এন্ড্রয়েডে তাদের Chat Transfer করতে চাইতেন। এর কোনো সহজ পদ্ধতি ছিল না। আর হোয়াটসঅ্যাপ এর মধ্যেও ইনবিল্ট কোন রকম সুবিধা ছিল না এই কাজটা সহজ করে নেওয়ার। গতকাল ইভেন্টেই ক্যাজুয়ালি শোকেস করে দেওয়া হয়েছে এই নতুন ফিচারটির আগমন বার্তাকে।
এই নতুন সুবিধার সাহায্যে এখন হোয়াটসঅ্যাপ চ্যাট এন্ড্রয়েড থেকে iOS-এ বা iOS থেকে অ্যান্ড্রয়েডে খুব সহজেই কোন রকম সমস্যা ছাড়াই ট্রানস্ফার করে নেওয়া যাবে। শুধুমাত্র চ্যাটই (Chat) নয়। তার সাথে ভয়েস নোট (Voice Note), ফটো (Photo), মেসেজ (Message) সমস্তকিছুই ট্রান্সফার হয়ে যাবে অত্যন্ত সহজ সরলভাবে। যদিও এখনও এই সুবিধা কেমন ভাবে কাজ করে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
জেনেনিন : দেখেনিন Galaxy Watch4 এবং Galaxy Buds2-র স্পেসিফিকেশন্স ও দাম, চমকের শেষ নেই
ভারতে হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট ম্যানেজার সন্দীপ পারুচুরি জানিয়েছেন এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে। তিনি এটাও জানাতে ভোলেননি এই সার্ভিসটা অত্যন্ত রকমের সিকিউর হতে চলেছে। ফলে আপনার চ্যাট বেহাত হয়ে যাওয়ার কোন রকম সমস্যা থাকবে না এরমধ্যে।
তবে এখনও পর্যন্ত এই ফিচারকে সকলের জন্য রোল আউটও করে দেওয়া হয়নি। 14 লঞ্চ স্যামসাংয়ের Galaxy Z Fold3 এবং Galaxy Z Flip3 হল প্রথম স্মার্টফোন যেগুলোর মধ্যে এই সুবিধা উপলব্ধ হবে। পরবর্তীকালে মনে করা হচ্ছে সকল ইউজারদের মধ্যেই এই সুবিধা কে রোল-আউট করে দেওয়া হবে। নিঃসন্দেহে দারুন সুন্দর এই ফিচারটা। অনেকেরই প্রচন্ডরকম উপকারে লাগবে।