WhatsApp Web ও Desktop-এ আসছে এই দারুন ফিচার, ফটো পাঠানোর আগে করে নেওয়া যাবে এই কাজ

হোয়াটসঅ্যাপ (WhatsApp) প্রতিনিয়ত তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দুর্দান্ত সমস্ত স্পেসিফিকেশনস নিয়ে এসেই চলেছে। আর এই স্পেসিফিকেশনস গুলো আমাদের অনেক এডভান্টেজ দিয়ে চলেছে। এবার WhatsApp Web এবং ডেক্সটপ ভার্শনে দারুণ এক সুবিধা নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে কাউকে ফটো পাঠানোর আগে বেশ কিছু কাজ আমার করে নিতে পারবো খুব সহজেই। 

WABetaInfo এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাদের শেয়ার করে তথ্য থেকে জানা যাচ্ছে এবার থেকে এই সুবিধাটা WhatsApp Web এবং Desktop এর মধ্যে চলে এলে যেকোন ফটো আমরা তার মাধ্যমে পাঠানোর আগে আমরা নানান রকম স্টিকার, টেক্সট, ইমোজি থেকে শুরু করে নানান ধরনের ডুডল খুব সহজেই এড করতে পারবো সেই ইমেজের মধ্যে। তারপর পাঠাতে পারবো আমাদের প্রিয়জনদের।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Mi Pad 5 এবং Mi Pad 5 Pro, জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

এমনকি প্রয়োজন পড়লে সে গুলোকে আমরা ক্রপ, রিসাইজ ইত্যাদি সমস্ত কিছুই করতে পারব। এর ফলে খুবই সুবিধা হবে সকল ইউজারদের। সবাইকে চমকে দিয়ে এই ফিচার ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে রোল আউট করাও শুরু করে দেওয়া হয়েছে। সেজন্য অবশ্যই লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে ভুলবেন না আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে।

খুবই সুবিধাজনক এই ফিচারটা এর ফলে ছবি পাঠানোর আগে আপনি আপনার পছন্দমত সেটিকে এডিট করে নিতে পারবেন। আপনিও কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা ডেস্কটপ ভার্সন ব্যবহার করেন? কেমন লাগে তার এক্সপেরিয়েন্স আপনার? সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।