WhatsApp-এ পাঠানো ভিডিওর Quality নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না আর, আসছে নতুন ফিচার

WhatsApp ShresthoTech
WhatsApp might let You Send Uncompressed Videos Soon

হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাপ্লিকেশন এখন সকলের কাছেই চেনামুখ। দীর্ঘদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। আর তার সাথে পাল্লা দিয়ে এসে চলেছে হোয়াটসঅ্যাপের মধ্যে নিত্যনতুন ফিচারস। তবে একটা বিষয়ে হোয়াটসঅ্যাপ ইউজাররা খুবই অসুবিধায় পড়তো। হোয়াটসঅ্যাপে কোন ভিডিও পাঠাতে গেলে ভিডিওর কোয়ালিটি(Video Quality) নষ্ট হয়ে যেত। এবার আসতে চলেছে সেই সমস্যার সমাধান। 

WhatsApp Video Quality নষ্ট হয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না

এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোন ভিডিও যখন পাঠানো হত তখন সেই ভিডিও কম্প্রেসড(Compressed) হয়ে যেত অটোমেটিক্যালি। স্বভাবতই ভিডিওর কোয়ালিটি যথাযথ থাকত না। নানান রকম পদ্ধতি অবলম্বন করতে হতো এই ভিডিও কে সঠিক কোয়ালিটির সাথে পাঠানোর জন্য।এমনকি ভিডিও কে পাঠাতে হত ডকুমেন্টস হিসাবেও। এবার সেই পরিস্থিতিতে আর পড়তে হবে না আপনাকে। কারণ WABetaInfo খেয়াল করে দেখেছে হোয়াটসঅ্যাপের মধ্যেও খুব শীঘ্রই আসতে চলেছে এই সমস্যার সমাধান। 

শীঘ্রই WhatsApp এর মধ্যে আস্তে চলেছে এমন ফিচার যার মাধ্যমে আমরা ভিডিও পাঠানোর আগেই বেছে নিতে পারবো সেই ভিডিওর কোয়ালিটি কেমন হবে সেটাও। হোয়াটসঅ্যাপ বিটা 2.21.14.6 তে এই ফিচারটি চলে এসেছে। এই ফিচারটি সাহায্যে ভিডিও পাঠানোর সময় আপনার কাছে তিনটি অপশন দিয়ে দেওয়া হবে। যার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে অটো(Auto)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেস্ট কোয়ালিটি(Best Quality) এবং তৃতীয় স্থানে রয়েছে ডেটা সেভার(Data Saver)। 

জেনেনিন : এবার WhatsApp এর মাধ্যমে খুব সহজেই করতে পারবেন রিলায়েন্স জিও Recharge, নিয়ে আসা হল নতুন উপায়

মনে করা হচ্ছে অটো অপশনটা ঠিক এখনকার মতই কম্প্রেসড ভার্শন পাঠাবে ভিডিওটিকে। এই অপশন টিকেই রিকমেন্ড করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকেও। আর তারপর থাকছে বেস্ট কোয়ালিটি অপশন। Best Quality অপশন টা তাদের জন্যই যারা ভিডিও পাঠাতে গিয়েও চাইছেন যেন খুব বেশি কম্প্রেস না হয়ে যায় সেই ভিডিও। এই অপশন তাদের জন্য যারা ভিডিওর কোয়ালিটি বজায় রাখতে চাইছেন। এর ফলে নিঃসন্দেহে আপনার ডেটাও বেশি লাগবে। তার সাথে ইন্টারনেট স্পিড স্লো হলেও আপনাকে দেরি হওয়ার সমস্যায় পড়তে হতে পারে।

তাই আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি অপশন বেছে নিতে পারবেন। নিঃসন্দেহে এই ফিচারটি দারুণ কাজে দেবে সকল ইউজারদেরই। তবে এখনো পর্যন্ত এই ফিচারটিও কবে সকলের জন্য আসবে সেই বিষয়ক কোনো কিছু জানানো হয়নি হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে। 

শুধুমাত্র এটা নয় হোয়াটসঅ্যাপের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং বিচার আসতে চলেছে। সেই আমরা আপনাদের আগেও জানিয়েছিলাম। এমনকি মার্ক জুকারবার্ক নিজেও কনফার্ম করেছিলেন কিছু বিষয়। সমস্ত কিছু নিয়ে হোয়াটসঅ্যাপ ইউজাররা রীতিমতো এক্সাইটেড।