WhatsApp Message-এ আসতে চলেছে Emoji Reaction ফিচার, খুশি সকলেই

এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) অতিসম্প্রতি অনেক গুরুত্বপূর্ণ ফিচারস নিয়ে এসেছে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। যে সমস্ত ফিচারগুলো এই অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তা ক্রমশ বাড়িয়েই চলেছে। এবার মনে করা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে আরেকটি দারুন ফিচার আসতে চলেছে।

এর নাম হোয়াটস্যাপ মেসেজ ইমোজি রিয়াকশন (WhatsApp Message Emoji Reaction)। অর্থাৎ খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ মেসেজে আমরা বিভিন্ন ইমোজি দিয়ে রিয়াক্ট করতে পারব।

শীঘ্রই হোয়াটসঅ্যাপ মেসেজে আমরা বিভিন্ন ইমোজি (Emoji) দিয়ে রিয়াক্ট করতে পারব

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে WABetaInfo এবং তারা জানাচ্ছে এই নতুন ফিচারের টেস্টিং একদম একদম শেষ পর্যায়েই চলে এসেছে। আর খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড, আইওএস  আর তার সাথে WhatsApp Desktop ভার্শনেও এই ফিচার গুলো রোল আউট করে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মেসেজে ইমোজির মাধ্যমে রিয়্যাক্ট করা এর আগেও আমরা জনপ্রিয় মেসেজিং প্লাটফর্মে দেখেছি। তার মধ্যে অন্যতম হল iMessage এবং Signal। তারই সাথে আমরা ফেসবুকের মেসেঞ্জার এবং ইন্সটাগ্রাম এর মধ্যেই ফিচার ব্যবহারও করেছি। 

জেনেনিন : সুখবর! এবার WhatsApp-এর মাধ্যমেও বুক করতে পারবেন ভ্যাকসিন স্লট, খুবই সহজে

নিঃসন্দেহে এই ফিচার হোয়াটসঅ্যাপে এলে হোয়াটসঅ্যাপ ইউজারদের অনেকটাই সময় বেঁচে যাবে। আর তারই সাথে ইমোজির মাধ্যমে রিয়াক্ট করে মনের ভাব অন্যভাবে প্রকাশও করতে পারবেন সকলে। খুব শীঘ্রই এই ফিচার রোল আউট করে দেওয়া হবে জানা গেলেও এখনও পর্যন্ত এর সঠিক ডেট জানা সম্ভব হয়নি। মাত্র কয়েকদিনের মধ্যেই WhatsApp এর মধ্যে যেন গুরুত্বপূর্ণ ফিচারের বর্ষণ শুরু হয়ে গেছে। 

এর আগেও আমরা দেখেছি View Once নিয়ে আসতে তাদের। তারই সাথে WhatsApp Desktop App-এও নিয়ে এসেছে Media Editing এর সুবিধাও। আর এবার আসছে  এই ফিচার। 

আপনিও কি ইমোজি ভালোবাসেন? WhatsApp এর ইমোজি রিয়াক্ট নিয়ে আপনার কি মতামত? সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।