বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বের প্রায় সমস্ত দেশকে প্রচন্ড রকম ক্ষতির সম্মুখীন করে দিচ্ছে। এর সচেতনতা গরে তুলতে এর আগেও হোয়াটসঅ্যাপ এগিয়ে এসেছে অনেকবার !
সারা বিশ্বে অনেকেরই প্রাণ হানি ঘটছে । আক্রান্ত হচ্ছেন বহু ।
আর এই পরিস্থিতিতে সবথেকে প্রয়োজন হলো সচেতনতা গড়ে তোলা।
সেইজন্যই হোয়াটসঅ্যাপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর সাথে কোল্যাব করে হোয়াটসঅ্যাপে নিয়ে এলো একুশটা স্টিকার।
যে স্টিকার গুলো আপনাদের ঘরে থাকতে অনুপ্রাণিত করবে ।
এবং তার সাথে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলবে ।
স্টিকার গুলোর নাম দেয়া হয়েছে টুগেদার অ্যাট হোম ( Together at Home ) স্টিকার।
এতে যেমন হাত ধোয়া সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয়েছে । তেমনি সোশ্যাল ডিস্টানসিং কেউ প্রমোট করা হয়েছে ।
আরও জানুন : এবার ফেসবুক নিয়ে এলো গেমিং অ্যাপ ! নাম ফেসবুক গেমিং । রয়েছে দারুণ সব ফিচারস।
তার সাথে বলা হয়েছে কোয়ারান্টিনে শারীরিক ও মানসিক সুস্থতা কেও বজায় রাখার উপায়।
বিভিন্ন ভাষায় হোয়াটসঅ্যাপ এর এই স্টিকার গুলো পাওয়া যাচ্ছে ।
তবে এখনো পর্যন্ত এতে বাংলায় কোনো স্টিকার দেওয়া হয়নি।
কিভাবে হোয়াটসঅ্যাপ এর এই স্পেশাল স্টিকার গুলি ব্যবহার করবেন ?
প্রথমে হোয়াটসঅ্যাপে যেখানে মেসেজ টাইপ করেন তার বাঁ দিকে ইমোজি আইকনটিতে ক্লিক করুন ।
তারপর তার ডানদিকের প্লাস (+) আইকনটিতে ক্লিক করুন।
তারপরে আপনি প্রথমেই দেখতে পারবেন এই স্টিকার গুলিকে ।
এর নাম টুগেদার অ্যাট হোম ( Together at Home )।
সেইগুলোকে ডাউনলোড করে নিন ,আর ব্যবহার করতে থাকুন ।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সাথে হোয়াটসঅ্যাপ এর প্রচেষ্টা কেমন লাগলো আপনার তো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।
নতুন স্টিকার গুলি কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন।