চোখের পলকে হবে Phone Number Verification, WhatsApp নিয়ে আসছে Flash Call

whatsapp is developing flash calls for android check out its importance

হোয়াট্সঅ্যাপ এখন প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে তার ইউজারদের জন্য। এবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় তাড়াতাড়ি ভেরিফিকেশন প্রসেস মেটানোর জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন একটি পদ্ধতি। এর নাম Flash Call।

কি এই Flash Call ফিচার?

WABetaInfo থেকে উদ্ধৃত করা তথ্য অনুযায়ী হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড 2.21.11.7 আপডেটের জন্য এই Flash Call ফিচার নিয়ে কাজ করে যাচ্ছে। আর এই ফিচারটি হোয়াটসঅ্যাপে ইন্ট্রোডিউস করা হলে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় ভেরিফিকেশন প্রসেস (Verification Process) অত্যন্ত সহজ হয়ে যাবে।

একথা এখন কারোরই অজানা নয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার সময় আমাদের প্রত্যেককেই প্রত্যেকের ফোন নাম্বার ভেরিফাই (Phone Number Verify) করতে হয়। আর সেটা হয় এসএমএসের (SMS) মাধ্যমে। এসএমএসে একটি নির্দিষ্ট কোড পাঠানো হয় ছয় ডিজিটের। সেই কোড সঠিকভাবে পুট করলে তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভেরিফিকেশন হয়ে যায়। তারপর আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি।

অনেক সময় এই পদ্ধতিতে ফোন নাম্বার ভেরিফাই করতে সমস্যা হয় অনেকের। এবার সেই পদ্ধতিটি পরিবর্তন হতে চলেছে। তারই নতুন এক আপডেটেড ভার্সন আসতে চলেছে এই Flash Message ফিচারটি ইন্ট্রোডিউস করার মধ্য দিয়ে। 

কিভাবে কাজ করবে এই WhatsApp Flash Call ফিচারটি?

Flash Call সকলের জন্য ইন্ট্রোডিউস করে দেওয়ার পর থেকে। যখন আপনি নতুন মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যাবেন। তখন ফ্ল্যাস কলের মাধ্যমে ভেরিফিকেশন (Verify With Call) করার অপশন আপনি পেয়ে যাবেন। 

সেই অপশনটি সিলেক্ট করলেই হোয়াটসঅ্যাপ অটোমেটিক আপনার সেই নির্দিষ্ট ফোন নাম্বারে কল করবে এবং রিং হলেই কলটা কেটে দেবে। তারপর আপনার কল লিস্টে থাকা তাদেরই সেই লাস্ট নাম্বার টিকে তারা যাচাই করে নেবে। এবং তার মাধ্যমে ভেরিফিকেশন প্রসেস তৎক্ষণাৎ কমপ্লিট করে নেবে তারা। 

জেনেনিন : কিভাবে আপনার WhatsApp Account Fingerprint Lock করবেন? জেনেনিন আর সিকিউর থাকুন

যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল করবে আপনার ফোনে সেই নাম্বারটা সকলের ক্ষেত্রে এক হবেনা। ইউজার বিশেষে আলাদা নাম্বার থেকে কল যাবে। ফলস্বরূপ এই পদ্ধতিকে ফাঁকি দেওয়ার কোনও রকম ব্যবস্থা থাকবে না। অর্থাৎ অত্যন্ত দ্রুততার সাথে এবং কোন রকম সমস্যা ছাড়াই, অত্যাধিক সিকিওর এই পদ্ধতিতে সম্পূর্ণ হয়ে যাবে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন। 

WABetaInfo যে স্ক্রিনশটটি শেয়ার করেছে সেখানে দেখা যাচ্ছে এই ফিচার ব্যবহার করতে গেলে দুটি পারমিশন দিতে হচ্ছে। সেগুলো হল Make and Manage Calls এবং Access Your Phones Call Log। আপনি যদি এই ফিচারের মধ্যে দিয়ে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে চান। তাহলে অবশ্যই এই দুটি পারমিশন আপনাকে দিতেই হবে। আর তাছাড়াও তার নিচে Verify With SMS  অপশন থাকছে। 

কবে থেকে পাওয়া যাবে এই ফিচার? 

এই ফিচারটি বর্তমানে আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। মানে এখনো এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ভবিষ্যতের আপডেটে এই ফিচারটি কে ইন্ট্রোডিউজ করে দেবে তারা। তবে iOS এর ক্ষেত্রে এই ফিচার পাওয়া যাবে না।