জিও ফোনে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার জন্য সুখবর নিয়ে চলে এলো হোয়াটসঅ্যাপ এবং রিলায়েন্স জিও।
KaiOS যুক্ত ডিভাইসে আসছে WhatsApp Voice Call এর সুবিধা-
হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছে যে তারা এবার VoIP অর্থাৎ Voice Over Internet Protocol শুরু করছে KaiOS যুক্ত ডিভাইসের জন্য।
অর্থাৎ এবার থেকে আপনি আপনার Jio Phone এবং Jio Phone 2 তে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাহলে সেই হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনি ভয়েস কল করতে পারবেন। মোবাইল ডেটা ও WiFi দুটো ব্যবহার করেই আপনি এই ভয়েস কল করতে পারবেন।
কিভাবে ব্যবহার করা যাবে এই ফিচার?
এই বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে KaiOS যুক্ত ডিভাইস গুলির মধ্যে হোয়াটসঅ্যাপের ভয়েস কল ফিচারটি এনেবেল হবে হোয়াটসঅ্যাপ ভার্শন 2.2110.41 এর মধ্যে দিয়ে।
এটা ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে মিনিমাম 512 MB RAM থাকতেই হবে। এক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপ খুললে আপনাকে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেই নোটিফিকেশনটা আপনি যখন Accept করবেন তখনই এই নতুন ফিচারটি আপনার KaiOS যুক্ত ডিভাইসে উপলব্ধ হয়ে যাবে।
জেনেনিন : নতুন IT Rules মানতে আরও সময় লাগবে, জানালো টুইটার
প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ এরই মধ্যে অনেক ইন্টারেস্টিং ফিচার্স নিয়ে চলে এসেছে। আমরা আগেই জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে Flash Calls ফিচার আসতে চলেছে।
ভয়েস কল ফিচার ধীরে ধীরে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন থেকে শুরু করে। এখন ওয়েব ভার্শনেও উপলব্ধ হয়ে গেছে। তারি সাথে এবার KaiOS এর মধ্যেও হোয়াটসঅ্যাপে ভয়েস কল ফিচারটি চলে এল। এটা নিঃসন্দেহে এক দারুন সুবিধাজনক ব্যাপার হবে সকলের জন্য।
ভারতে Jio Phone এবং Jio Phone 2 ব্যবহারকারীর সংখ্যা কম নয়। নিঃসন্দেহে এই আপডেটের ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভয়েস কল করতে পারবেন তারা। সেটা খুবই ভালো ব্যাপার হবে তাদের জন্য।