জন্মাষ্টমী উপলক্ষে পাঠান সুন্দর WhatsApp Stickers, অবশ্যই জেনেনিন পদ্ধতি! Happy Janmastami 2021

WhatsApp ShresthoTech

আজ শুভ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী উপলক্ষে হোয়াটসঅ্যাপে আমাদের প্রিয়জনদের উইশ করতে আমাদের সবসময়ই প্রয়োজন হয়ে থাকে। প্রিয়জন যতই দূরে থাকুক না কেন, হোয়াটসঅ্যাপ আমাদের প্রিয়জনদের অনেক কাছে এনে দিয়েছে।

আপনিও যদি এই জন্মাষ্টমী উপলক্ষে আপনার প্রিয়জনদের খুব সুন্দর স্টিকারস, গ্রিটিংস পাঠাতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনিও যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জন্মাষ্টমী উপলক্ষে স্টিকার্স পাঠাতে চান, তাহলে পদ্ধতিটা অবশ্যই জেনে নিন। 

জন্মাষ্টমী উপলক্ষে পাঠান সুন্দর WhatsApp Stickers

প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাপ্লিকেশন ওপেন (Open) করে নিন। তারপর যেকোন একটি চ্যাট ওপেন করে নিয়ে নিচের দিকে স্টিকার (Stickers) আইকনটিতে ক্লিক করুন। তারপর অ্যাড (Add +) বাটন টিতে ট্যাপ করুন। 

যেহেতু এখানে জন্মাষ্টমী (Janmastami) উপলক্ষে হোয়াটসঅ্যাপ নিজে থেকে কোনরকম স্টিকার নিয়ে আসেনি। তাই আমাদের থার্ড পার্টি স্টিকার অ্যাপ্লিকেশনস ব্যবহার করতে হবে। সেটা করার জন্য আপনাকে Get More Stickers অপশনে ট্যাপ করতে হবে।  

জেনেনিন : দুর্দান্ত Mi Smart Band 6-এর প্রথম সেল রয়েছে আজই, জেনেনিন স্পেসিফিকেশন্স, প্রাইস ও সমস্ত কিছু

তাহলেই গুগল প্লে স্টোর (Google Play Store) ওপেন হয়ে যাবে। আর সেখান থেকে Janmastami Stickers Whatsapp দিযে সার্চ করলে বেশ কিছু স্টিকারস পেয়ে যাবেন। সেটা ইনস্টল করুন এবং তারপর তার মধ্যে হোয়াটসঅ্যাপে এই স্টিকার প্যাকেট যোগ করার অপশন পেয়ে যাবেন।

সেটাতে ট্যাপ করুন। ব্যাস, তাহলেই সেই স্টিকার্স প্যাক ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনকে জন্মাষ্টমী উপলক্ষে উইশ করতে পারবেন। নিঃসন্দেহে এটা খুবই সুবিধাজনক হবে সকলের জন্যই। তাই আপনিও যদি চান এই জন্মাষ্টমীতে আপনার প্রিয়জনকে উইশ করার মাধ্যমে স্পেশাল করে তুলতে। তাহলে এই পদ্ধতি অবলম্বন করে এক্ষুনি হোয়াটসঅ্যাপ স্টিকার ইন্সটল করে নিন।