নিজেদের কোম্পানিকে প্রমোট করার জন্য টেলিকম কম্পানীগুলো নানান ধরনের অফার নিয়ে আসে তাদের কাস্টমারদের জন্য। এর আগেও আমরা দেখেছিলাম ডবল ডেটা অফার নিয়ে আসতে কোম্পানিগুলোকে ।
এবার তারা চাইছে এই এক্সট্রা বেনিফিট দেওয়ার সাথে সাথে তাদের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট কেও প্রমোট করতে। আর সেই জন্য তার এক নতুন ধরনের প্রমোশনাল অফার নিয়ে আসছে তাদের ইউজারদের জন্য । যেটা করা শুরু করলো ভোডাফোন আইডিয়া ।
কোন কোন প্যাকে এই সুবিধা পাবেন ?
ভোডাফোন আইডিয়া এই এক্সট্রা 5 জিবি ডেটা অফার টা আপনি পাবেন অ্যাপ/ওয়েবসাইট এক্সক্লুসিভ হিসাবে। আর এটা আপনি পাবেন সিলেক্টেড কয়েকটি প্ল্যানের সাথে ।
চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যান কোনগুলি ?
প্রথমেই যে প্ল্যানের সাথে এই অফার পাবেন আপনি পাবেন সেটা হল 149 টাকার প্ল্যান ।
ভোডাফোন আইডিয়া 149 টাকার প্ল্যানে আপনি আগে পেতেন মাসে 2 জিবি ডেটা। সেটা বাড়িয়ে এখন আপনি পেয়ে যাবেন 3 জিবি ডেটা।
এর সাথে রয়েছে 49 টাকার প্যাক। এই প্যাকে আপনি অ্যাডিশনাল 200MB ডেটা পেয়ে যাবেন। আর রয়েছে 79 টাকার প্যাক এই প্যাকের সাথেও আপনি পেয়ে যাবেন অ্যাডিশনাল 200 এমবি ডেটা !
আর রয়েছে 219 টাকার প্ল্যান। এই প্ল্যানে 28 দিনের জন্য ইউজার প্রতিদিন পেতেন 1 জিবি করে ডেটা। আর নতুন অফার আনার পর এই অ্যাডিশনাল 2 জিবি ডেটা পেয়ে যাবেন আপনি এই প্ল্যান এর সাথে ।
যেটা প্রতিদিনের 1 জিবি ডেটা শেষ হয়ে যাবার পর আপনি ব্যবহার করতে পারবেন ।
তারপরে যে প্ল্যানটির সাথে আপনি অফারটা পাবেন সেটা হল 249 টাকার প্ল্যান।
যেখানে আপনি এতদিন পর্যন্ত পেতেন প্রত্যেকদিন 1.5 জিবি করে ডেটা 28 দিনের জন্য। এই প্ল্যান এর সাথে আপনি পেয়ে যাবেন 5 জিবি এক্সট্রা ডেটা।
সেই একই রকমভাবে প্রত্যেকদিনের ডেটা প্যাক শেষ হয়ে যাওয়ার পর এই 5 জিবি এক্সট্রা ডেটা থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন ।
এরপরই রয়েছে 399 টাকার প্ল্যান । সেখানেও আপনি প্রত্যেকদিন 1.5 জিবি করে ডেটা পেতেন । যার ভ্যালিডিটি ছিল 56 দিন । এর সাথে আপনি পেয়ে যাবেন এখন 5 জিবি এক্সট্রা ডেটা।
আর রয়েছে 599 টাকার প্ল্যান । সেখানে আপনি 84 দিনের ভ্যালিডিটি পেতেন । এবং প্রত্যেক দিন আপনি পেয়ে যেতেন 1.5 জিবি করে ডেটা।
এর সাথে আপনি পেয়ে যাবেন 5 জিবি এক্সট্রা ডেটা। যেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার ডেইলি প্যাকের ভ্যালিডিটি শেষ হওয়ার পর।
এই সমস্ত প্লানগুলোর সাথে আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন 100 টা করে এসএমএস এর সুবিধা আপনি পেয়ে যাবেন ।
এই সমস্ত অফারের সুবিধা আপনি উপভোগ করতে পারবেন ভোডাফোন আইডিয়ার ওয়েবসাইট ও এপ্লিকেসন থেকে।