Vivo Y75 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং কালার ভেরিয়েন্ট কেমন হবে? দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি Vivo ব্র্যান্ড Y-সিরিজে যুক্ত করতে চলেছে আরও একটি নতুন স্মার্টফোন। সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে সংস্থা শীঘ্রই Vivo Y75 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করার জন্য তৈরি হচ্ছে। ইতিমধ্যে BIS ওয়েবসাইটে স্মার্টফোনের মডেল নাম্বার V2142 প্রকাশ পেয়েছে। একই সাথে জানা গেছে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং কালার ভেরিয়েন্ট।

Vivo Y75 5G সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 2,408×1,080 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.58-Inch Full HD+ Display। একইসাথে স্মার্টফোনটিতে Android 12-Based Funtouch 12 OS আপডেট দেখা যাবে। এছাড়াও ডিভাইসটি 8GB RAM সহ MediaTek Dimensity 700 SoC দ্বারা পরিচালিত হবে।

তাছাড়াও প্রয়োজনে 4GB ভার্চুয়াল RAM যুক্ত করার মতো সুবিধা তো রয়েছেই। স্মার্টফোনের ক্ষেত্রে ক্যামেরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিভাইসটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। যেখানে পাওয়া যাবে 50MP Primary Camera, 2MP Secondary Camera এবং 2MP Tertiary Camera। আরও রয়েছে 16MP সেলফি ক্যামেরা।

জেনেনিন : Red Velvet Cake নাকি মঙ্গল গ্রহের ছবি? European Space Agency-র শেয়ার করা ছবিতে হতবাক গোটা বিশ্ব, জেনেনিন আসল ব্যাপার

এখানেই শেষ নয় থাকছে 5,000mAh অসাধারণ ব্যাটারি। একই সাথে ইনক্লুড রয়েছে 18W ফাস্ট চার্জিং সুবিধা। সিকিউরিটি সিস্টেম হিসাবে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 8.25mm এবং 187 গ্রাম।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

স্মার্টফোনটি দুটি কালার অপশনে উপলব্ধ যেখানে থাকছে Aurora এবং Black কালার ভেরিয়েন্ট। এবার লঞ্চ ডেট সম্বন্ধে বিস্তারিত জেনে নেবো।

কবে লঞ্চ হবে এই স্মার্টফোন?

স্মার্টফোনটি কবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে তা সংস্থার তরফ থেকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে 91মোবাইলস দাবি করেছে এটি জানুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? তা অবশ্য আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!