থাইল্যান্ডে VIVO Y72 স্মার্টফোনটি আগেই লঞ্চ করে দিয়েছিল। এবার সেই স্মার্টফোনেরই কিছু আপডেট সহ ভারতে লঞ্চ করল ভিভো। VIVO Y72 5G স্মার্টফোন টি আজকেই লঞ্চ করে দিলো ভিভো ভারতে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস, প্রাইস সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
VIVO Y72 5G স্পেসিফিকেশনস
VIVO Y72 5G-র মধ্যে রয়েছে 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এর। রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের এবং তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। রয়েছে Qualcomm Snapdragon 480 চিপসেট। এটা একটি অক্টা-কোর প্রসেসর।
জেনেনিন : আসছে Realme Watch 2 Pro, প্রকাশ পেল লঞ্চডেট, জেনেনিন স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম
রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার সাথে ব্যাটারির কথা বলতে গেলে রয়েছে 5000mAh ব্যাটারি। আর তার সাথে 18W চার্জার। VIVO Y72 5G স্মার্টফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে। একটা প্রিজম ম্যাজিক আরেকটা স্লেট গ্রে।
এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 20,990 টাকা। তবে আপনার কাছে যদি HDFC ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক অথবা কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে বা এই ব্যাংকের ইএমআই ট্রানজেকশন করেন। সেক্ষেত্রে আপনি 1500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। পাবেন 10,000 টাকা মূল্যের জিও বেনিফিট! আজ থেকেই BAJAJ EMI Store, অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম, ভিভো ইন্ডিয়া অফিশিয়াল স্টোর থেকে এই স্মার্টফোনটি কিনতে পেরে যাবেন আপনি।
কেমন লাগলো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশনস আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত রকম লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।