লঞ্চ হয়ে গেল Vivo Y51A এর নতুন ভেরিয়েন্ট, দেখে নিন সমস্ত স্পেসিফিকেশন্স, দাম

vivo y51a new variant launched specifications price
Image Credit : Vivo India

Vivo Y51A স্মার্টফোনের একটি নতুন ভেরিয়েন্ট প্রকাশ করল। আজই তারা India তে লঞ্চ করে দিল এই ভেরিয়েন্টটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমে এই স্মার্টফোনের 8GB RAM ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল। আজই লঞ্চ করে দেওয়া হল এর 6 GB ভেরিয়েন্টটি। 

কেমন স্পেসিফিকেশন রয়েছে এই স্মার্টফোনটিতে?

প্রথমত স্মার্টফোনটির Display ব্যাপারে জানতে হবে। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.58-Inch সম্পন্ন Full HD+ LCD Display। একই সাথে আপনি Processor হিসাবে পাবেন Qualcomm Snapdragon 662।

Camera হিসাবে স্মার্টফোনের মধ্যে রয়েছে 48MP Triple Camera Setup, 8MP Ultra-Wide এবং 2MP Macro Units। এছাড়াও Front এ থাকছে 16MP Selfie Camera। এটিতে আপনি পেয়ে যাবেন 5,000mAh এর অসাধারণ ব্যাটারি। একই সাথে পাবেন Type-C পোর্ট যুক্ত 18W এর ফাস্ট চার্জিং এর সুবিধা।

জানেন কি : জুলাই মাসের 1 তারিখেই লঞ্চ করা হবে Techno Spark Go 2021, 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ কি কি স্পেসিফিকেশন্স থাকছে?

এই স্মার্টফোনটি শুধুমাত্র 4G সাপোর্টেড। একই সাথে পাবেন Bluetooth 5, Wi-Fi 5 এবং Side-Mounted Fingerprint Sensor এর সুবিধা। স্মার্টফোনটির ওজন 188 Grams।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটির নতুন ভেরিয়েন্ট অর্থাৎ 6GB RAM এবং 128GB স্টোরেজর দাম রাখা হয়েছে 16,990 টাকা। এছাড়াও এর পুরোনো ভেরিয়েন্টে 8GB RAM এবং 128GB স্টোরেজ সম্পন্ন স্মার্টফোনটির দাম বর্তমানে 17,990 টাকা। 

Titanium Sapphire এবং Crystal Symphony এই 2 টি Colour এ আপনি স্মার্টফোনটি ভারতের বাজারে পাবেন। সংস্থার পক্ষ থেকে স্মার্টফোনের নতুন ভেরিয়েন্টটি Vivo India Store এ উপলব্ধ রয়েছে বলে জানানো হয়েছে।