Vivo চুপিচুপি লঞ্চ করে দিল VIVO Y12G স্মার্টফোনটি, 5000mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 439 রয়েছে, জেনে নিন এর সমস্ত স্পেসিফিকেশনস, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

VIVO Y12G ShresthoTech

ভারতের বাজারে আজকে ভিভো চুপিচুপি লঞ্চ করে দিলেও তাদের VIVO Y12G স্মার্টফোনটি। স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। দাম 10 হাজার টাকার উপরেই থাকছে। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

VIVO Y12G স্মার্টফোনের স্পেসিফিকেশন্স 

VIVO Y12G স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 6.51 ইঞ্চির ডিউ ড্রপ নচ ডিসপ্লে। এই রেজ্যুলুশন 720×1600 পিক্সেলের। ক্যামেরা হিসেবে স্মার্টফোনে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে 13 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেল এর ডেফথ সেন্সর ইউনিট রয়েছে। পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। রিয়ার সাইডে ভার্টিক্যাল ক্যামেরা আইল্যান্ড এর মধ্যেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।

প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটিকে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্নাপড্রাগণ 439। পেয়ে যাবেন 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজের সাথে। ইন্টারনাল স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে আপনি 256 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। 

জেনেনিন : এইভাবে আপনার Android Smartphone কেও সিকিউর করে তুলুন, বিপদ থেকে বাঁচুন

এবার আসা যাক স্মার্টফোনের ব্যাটারির ব্যাপারে। স্মার্টফোনটির রয়েছে 5000mAh ব্যাটারি এবং 10W চার্জার সাপোর্ট। সিকিউরিটি হিসাবে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক এর সুবিধা। আউট-অব-দ্য-বক্স স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ইলেভেন, FunTouch 3.0 এর সাহায্যে রান করছে। আর তার সাথে এরমধ্যে রয়েছে মাল্টি টার্বো 3.0। যেটা গেম খেলার সময় স্মুথ পারফরম্যান্স দিতে সাহায্য করবে।

এবার দেখা যাক এই স্মার্টফোনটির দামের ব্যাপারে। স্মার্টফোনটি শুধুমাত্র 3 GB এবং 32 GB ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে 10,999 টাকা। স্মার্টফোনটা পাওয়া যাবে ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু এই দুটি কালার ভেরিয়েন্টে। ভিভো অনলাইন স্টোর থেকে ইতিমধ্যে স্মার্টফোনটিকে কিনতে পারা যাবে। 

কেমন লাগলো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।