Vivo V23e স্মার্টফোন আসতে আর খুব দেরি নেই, পাওয়া যাচ্ছে এমনই তথ্য

Vivo V23e ShresthoTech

VIVO V21 Pro লঞ্চের জন্য আমরা এখনও অপেক্ষা করে রয়েছি। আর এরই মাঝে VIVO V23 সিরিজ নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভিভো। কারণ ভিভো V23e-র মডেল নাম্বার V2116 ইতিমধ্যেই IMEI ডেটাবেসে দেখতে পাওয়া গেছে। সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে VIVO V23 হয়তো খুব শিগ্রই লঞ্চ করা হবে ভারতে।  

এই বিষয়ে সমস্ত কিছু খেয়াল করে দেখেছেন টিপস্টার মুকুল শর্মা। তিনি VIVO V23e স্মার্টফোনের মডেল নাম্বার দেখতে পেয়েছেন আইএমইআই ডেটাবেসে। তবে শুধুমাত্র নাম এবং মডেল নাম্বার ছাড়া আর কিছু জানা যায়নি এই স্মার্টফোন সম্পর্কে। জানা যায়নি এর স্পেসিফিকেশনস কেমন থাকবে সেই সমস্ত বিষয়ও।

তবে কাজ যে শুরু হয়ে গেছে এবং এর লঞ্চ যে আর খুব বেশি দেরি নেই সেটাই IMEI ডেটাবেসে এই ডিভাইস দেখতে পাওয়া থেকেই নিশ্চিত হয়ে বলা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, VIVO V21 এবং VIVO V21e ইতিমধ্যেই ভারতের লঞ্চ করে দেওয়া হয়েছে। তার সাথে এই মাসের শেষের দিকে লঞ্চ করা হবে VIVO V21 Pro এমনটাই মনে করা হচ্ছে। তারই মাঝে আবার এই V23 সিরিজ নিয়ে পাওয়া যাচ্ছে এই তথ্য। 

জেনেনিন : Realme Pad এর ব্যাটারি সম্পর্কে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, কত ব্যাটারি থাকবে? এখুনি জেনেনিন

মনে করা হচ্ছে এই VIVO V23e স্মার্টফোনটি হবে V21e স্মার্টফোনের আপগ্রেডেড সাকসেসর। VIVO V21e 5G স্মার্টফোনটি গত মাসে ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে পেয়েছিলাম MediaTek Dimensity 700 চিপসেট। পেয়েছিলাম 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। 4000mAh এর ব্যাটারি। আর 44W এর ফাস্ট চার্জিং। পেয়েছিলাম 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে ছিল 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 

এবার এই স্মার্টফোনে কেমন স্পেসিফিকেশন্স নিয়ে আসে বিভো সেটাই লক্ষণীয়।