ফাঁস হয়ে গেল Vivo T1 5G স্মার্টফোনের লঞ্চ ডেট, স্পেসিফিকেশন্স এবং স্টোরেজ ভেরিয়েন্ট, এখুনি জেনেনিন বিস্তারিত

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর Vivo সংস্থা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Vivo T1 সিরিজ। মনে করা হচ্ছে Vivo T- সিরিজ ইন্ডিয়ান মার্কেটে Vivo Y- সিরিজকে প্রতিস্থাপন করবে। সম্প্রতি Tipster Mukul Sharma স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, স্টোরেজ ভেরিয়েন্ট এবং লঞ্চ ডেট টিজ করেছে। চলুন দেরী না করে সেদিকে নজর রাখা যাক। 

Vivo T1 5G স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

সূত্র মারফত জানা যাচ্ছে গতবছর অক্টোবর মাসে চীনে লঞ্চ হওয়া Vivo T1x, Vivo T1 স্মার্টফোনের মতোই হতে পারে ভারতের বাজারে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স। যদিও তা নিয়ে সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত কোন অফিসিয়াল আনাউসমেন্ট করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 1,080×2,400 Pixels রেজুলিউশন যুক্ত 6.67 Inch FHD+ Display। 

তারই সাথে রয়েছে 120Hz Refresh Rate, 20:9 Aspect Ratio এবং 240Hz Touch Sampling Rate সুবিধা। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Qualcomm Snapdragon 778G SoC। ডিভাইসটি Android 11 Origin OS 1.0 দ্বারা পরিচালিত হবে। ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 64MP Primary Sensor, 8MP Ultra-Wide Sensor এবং 2MP Macro Sensor সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম। পাবেন 16MP ক্যামেরায় সেলফি তোলার সুযোগ। 

জেনেনিন : Huawei নিয়ে এল Smart School Bag, পাওয়া যাবে দূর্দান্ত ফিচার্স, এখনই জেনেনিন খুঁটিনাটি

এরই পাশাপাশি ইনক্লুড থাকছে 44W ফাস্ট চার্জার বিশিষ্ট 5,000mAh ব্যাটারি। তাছাড়াও রয়েছে 4G LTE, 5G, Wi-Fi 6, GPS/ A-GPS, Bluetooth v5.2,  Gyroscope, USB Type-C, Ambient Light Sensor,  Accelerometer, Proximity Sensor, Magnetometer, 3.5mm Headphone Jack এবং সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনের পরিমাপ 164.70×76.68×8.49mm এবং ওজন 192 গ্রাম।

স্টোরেজ ভেরিয়েন্ট কেমন রয়েছে?

টিপস্টার দাবি করেছেন স্মার্টফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ। এছাড়াও একটি 12GB ভেরিয়েন্টও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

লঞ্চ Date কবে?

আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত সঠিক লঞ্চ তারিখ জানা সম্ভব হয়নি। তবে জানা গেছে স্মার্টফোনটি 2022 সালের মার্চ মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে।নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!