লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Vivo Pad, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু

এবার Vivo কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের নির্মিত প্রথম Android ট্যাবলেট। তারা Vivo Pad নিয়ে বিশেষভাবে কাজ করে চলেছে বলে জানা গেছে। তবে অফিশিয়াল লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Vivo Pad-এর স্পেসিফিকেশন্স। জেনে নেওয়া যাক এখনো পর্যন্ত Vivo Pad সম্বন্ধে কি জানতে পারা যাচ্ছে। 

লিক হয়ে গেল Vivo Pad-এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই ট্যাবলেটের মধ্যে থাকতে পারে 2.5K রেজুলিউশন যুক্ত 11-Inch Display। তবে ডিসপ্লে কোয়ালিটি OLED হবে নাকি LCD তা জানা যায়নি। এরই পাশাপাশি রয়েছে 120Hz Refresh Rate এবং Dolby Vision সিস্টেম। তাছাড়াও পাওয়া যাবে 7nm Fabrication Process বিশিষ্ট Octa-Core Qualcomm Snapdragon 870 Processor।

জেনেনিন : 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়ে গেল iQOO U5x স্মার্টফোন, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

থাকছে Adreno 650 GPU। সূত্র মারফত জানা গেছে ট্যাবলেটটি Android 11 OriginOS আপডেট দ্বারা চালিত হবে। ডিভাইসটির পিছনের বাম কর্নারে প্রতিস্থাপন করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যদিও বর্তমানে ক্যামেরা ফেসিলিটি অজানা রয়েছে। এছাড়াও চমকের শেষ নেই। পেয়ে যাবেন 8040 mAh অসাধারণ ব্যাটারি। তারই সঙ্গে থাকছে 44W ফাস্ট চার্জিং এর সুবিধা। এছাড়াও ট্যাবলেটের ডানপাশে যুক্ত হয়েছে ভলিউম সুইচ এবং পাওয়ার বাটান। ডিভাইসটির নিচের দিকে থাকছে Type-C চার্জিং পোর্ট। একইসঙ্গে পাওয়া যাবে কোয়াড স্টেরিও স্পিকার।

Vivo Tablet-এ কী Vivo Pencil দেখা যাবে?

উল্লেখ্য প্রশ্নের উত্তরে আপনাকে জানাবো অবশ্যই Vivo Pad-এ Vivo Pencil এর দেখা পাওয়া যাবে। একই সঙ্গে থাকবে উপযুক্ত Keyboard Folio Case। সূত্র মারফত জানা গেছে এটি ম্যাগনেটিক পোগো পিনের সহিত ট্যাবলেটের সাথে সংযুক্ত থাকবে। 

আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত ডিভাইসটির লঞ্চ ডেট জানা সম্ভব হয়নি। নতুন এই Vivo Pad সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!