নিমেষে পৌঁছে যাওয়া যাবে এক শহর থেকে অন্য শহরে, খরচ ট্রাকের থেকেও কম, UAE-র আগেই ভারতে আসতে পারে Virgin Hyperloop

virgin hyperloop might come in india before uae

টেকনোলজি দৌলতে দিনের পর দিন আমরা নিত্য নতুন সুবিধা উপভোগ করে চলেছি। যা কয়েক বছর আগেও আমাদের কাছে অকল্পনীয় ছিল তা আর এখন আর অসম্ভব নেই। এমনকি আমরা মহাকাশ ভ্রমণও করে আসছি সহজেই।

এবার টেকনোলজির আর এক বিস্ময় হাইপারলুপ (Hyperloop) আসতে চলেছে ভারতে। এবং UAE-এর আগেই ভারতে আসার সম্ভাবনা প্রবল এই টেকনোলজির বিস্ময়ের, এমনটাই জানা যাচ্ছে। 

UAE-এর আগেই ভারতে আসতে পারে Virgin Hyperloop

প্রকৃত পক্ষে Hyperloop-এর মধ্যে থাকে বহুদূর বিস্তৃত একটি টিউব সিস্টেমের মত। যার মধ্যে ছোট ছোট পডস থাকে। যেগুলো অত্যধিক দ্রুততার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। আর এই দ্রুততা অর্জন করা সম্ভব এই টিউবের মধ্যে লো এয়ার প্রেসার থাকার জন্যই। এই পডস গুলি এক শহর থেকে অন্য শহরে নিয়ে চলে যেতে পারবে আপনাকে খুব তাড়াতাড়ি। এমনকি অন্যান্য যোগাযোগ মাধ্যমের তুলনায় দ্রুত পৌঁছে দিতে পারবে আপনাকে। যার জন্য সময়ও বাঁচবে এবং আপনার প্রয়োজনীয় কাজ মিটবে খুব দ্রুততার সাথে। 

ছোট ছোট ক্যাপসুল এর মত এই পড গুলি একসাথে জুড়েও থাকতে পারে। আবার প্রয়োজন হলে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা গন্তব্যে নিয়ে যেতে পারবে যাত্রীদের। ইতিমধ্যেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা মিটিয়ে ফেলতেও দেখেছি আমরা হাইপারলুপ কে। তাই ভারতের মতো দেশেও যদি এই হাইপারলুপ চলে আসে তাহলে নিঃসন্দেহে সেটা হতবাক করার বিষয় হবে।

জেনেনিন : 26 টি ক্ষতিকারক Applications কে Google Play Store থেকে Remove করল গুগল, এরা লুকিয়ে লুকিয়ে সরিয়ে নিচ্ছিল টাকা, আপনার ফোনে ইন্সটল নেই তো?

এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে ডিপি ওয়ার্ল্ডে সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম বেশ কিছু কথা বলেছেন। সেই সূত্র ধরেই তিনি জানিয়েছেন ভারত ও সৌদি আরবিয়া এই দুটি দেশের মধ্যে যেকোনো এক জায়গাতেই খুব তাড়াতাড়িই চলে আসতে পারে এই হাইপারলুপ। তিনি এটাও জানাতে ভোলেননি এরোপ্লেনের মতো দ্রুততা পাওয়া যাবে এই হাইপারলুপের মধ্যে। তবে তার জন্য আপনাকে শুধুমাত্র একটি ট্রাকের ভাড়ার মতো খরচ বহন করতে হবে। 

নিঃসন্দেহে, এই হাইপারলুপ যদি ভারতে চলে আসে ভারতের মত বিস্তৃত দেশে যাদের দ্রুততার সাথে যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন তাদের অনেকটাই চাহিদা মেটাবে বলে মনে করা হচ্ছে।